অ্যাডসেন্স আবেদন করার তিন দিনের মধ্যে ইমেইল না আসার কারণ
অ্যাডসেন্সের আবেদন করে ইমেইলের অপেক্ষায় আছেন? কিন্তু ইমেইল আসতেছে না। তাদের জন্য আজকের এ পুস্ট লিখছি। অ্যাডসেন্স আবেদন করার ৬ ঘন্টার মধ্যে ইমেইল আসে। হ্যা, অনেকের ১ দিনে আবার অনেকের ৩ দিনে ইমেইল আসে বা অ্যাডসেন্স থেকে তাদের আবেদনের বিষয়ে জানানু হয়। অনেকের আবার সাপ্তাহ পার হয়ে যায়। তবু অ্যাডসেন্স থেকে কোনো ইমেইল আসে না। এমন কেন হয়? অনেকে এ প্রশ্নটা করে থাকেন। কেনো অ্যাডসেন্স ইমেইল আসে না বা লম্বা সময় নেয় অ্যাডসেন্স সাধারণ সর্বোচ্চ ৩ দিনের মধ্যেই রিভিউ করে ইমেইলের মাধ্যমের আবেদননের অবস্থা জানিয়ে দেয়। আবেদন গ্রহণ না করা হলে তার কারণ জানিয়ে দেয় ইমেইলের মাধ্যমে। আবার অনেকের ইমেইল আসে না। সেটার সুনির্দিষ্ট কারণ কেউ বলতে পারে না। তবে অ্যাডসেন্স নিয়ে খোঁজ খবর করে যেসব কারণে অ্যাডসেন্স ইমেইল পেতে লম্বা সময় নেয় তার কিছু কারণ নিম্নে উল্লেখ করা হলঃ ডোমেনের বয়স কমঃ যে ডোমেন দিয়ে এপ্লাই করেছেন । সেটার বয়স বা নতুন ডোমাইন হলে - ১ মাসেরও কম এমন ডোমেনের ইমেইল দেরিতে আসে। যারা তাড়াহুড়া করে অ্যাপ্লাই করেন, তাদের একটু বেশি সময় নেয়। এজন্য ডোমেনের বয়স বাড়ান এবং বেশি করে কন্টেন্ট যুক্ত করেন। তারপর...