Posts

Showing posts with the label WordPress

Recent Posts

ওয়ার্ডপ্রেস ও ব্লগার (WordPress vs. Blogger): কোনটি ভাল এবং কেন ভাল?

Image
ব্লগিংয়ে নতুন ও পুরান অনেকেই জানেন যে ওয়ার্ডপ্রেস একটি বেস্ট ব্লগিং প্লাটফর্ম। তারপরও অনেকে আছেন যারা কিনা ব্লগার ও ওয়াডপ্রেস নিয়ে অনেক কনফিউশন এর ভেতরে আছেন। যে আপনার ওয়েবসাইট তৈরি করতে ব্লগার ব্যবহার করবেন না, ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন। আশাকরি আজকে  আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের WordPress ও Blogger/Blogsot নিয়ে আপনাদের কনফিউশন গুলা দূর করতে পারব। তার আগে জানুন, এখানে ওয়াডপ্রেস আবার ওয়ার্ডপ্রেস এর ভিতরে আরেকটা কনফিউশন রয়েগেছে। সেটা হলো WordPress.com আর WordPress.org । WordPress.com এটা হল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরীর জন্য ফ্রি হোস্টিং সার্ভিস । এটা WordPress.com কিন্তু অরজিনাল ওয়ার্ডপ্রেস নয়। WordPress.com হলো একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি ফ্রি হোস্টিং মাত্র। আর অরিজিনাল  ওয়ার্ডপ্রেস বা WordPress.ORG এটা হল ওরজিনাল ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হল ব্লগিং/ওয়েবসাইট CMS (কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) বা একটি সফটওয়্যার । আর  এইটাই হচ্ছে অরজিনাল ওয়ার্ডপ্রেস আমরা যেটাকে কেবলই ওয়ার্ডপ্রেস নামে জানি। অরজিনাল ওয়ার্ডপ্রেস কিন্তু ফ্রি হোস্টিং নয় বা ব্লগিং ব্লগ...

WordPress.com ও WordPress.org মধ্যে পার্থক্য কি কি

Image
বর্তমানে ওয়ার্ডপ্রেস ব্লগিং হিসাবে সবচেয়ে বড় জনপ্রিয় প্ল্যাটফর্ম। এটা এখন শুধু ব্লগ তৈরিতে ব্যবহার হওয় না। এটা দিয়ে আরও অনেক ধরণের ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। যেমন- ভিডিও সাইট, পিকচার গ্যালারী সাইট, ই-কর্মাস, স্টোর সাইট, বুক স্টোর ইত্যাদি। তাই ওয়ার্ডপ্রেস দিয়ে যেকোনো ধরণের ওয়েব তৈরি পূর্বে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানা ভাল। আজ এই পুষ্টে WordPress.com ও WordPress.org মধ্যে পার্থক্য কি কি তা সম্পর্কে লিখব। এতে আপনার ব্লগ তৈরিতে সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করতে পারবেন। WordPress.org WordPress.org হল “প্রকৃত ওয়ার্ডপ্রেস”, এটি হল সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)। এটা ১০০% ফ্রি ও ওপেন সোর্স। এটা দিয়ে ব্লগ তৈরি করতে হোস্টিং ও ডোমেইনের প্রয়োজন। তাই একে স্ব-হোস্টেল ওয়ার্ডপ্রেস বলে। WordPress.org তে আপনার ব্লগের ফুল কন্টল থাকবে আপনার হাতে। যেকোনো থিম / প্লাগইন আপলোড করতে পারবেন। ইচ্ছা মত কাস্টমাইজিং করতে পারবেন। যে সব কারণে WP.org পছন্দ করবেন, নিম্নে সুবিধাগুলো দেখে নিন: ১। এটা ফ্রি ও ব্যবহার খুব সহজ। ২। ওয়েবসাইটের ও সকল ডাটার ফুল কন্টল থাকবে নিজ হাতে। ইচ্ছা মত কাস্টমাইজিং, ফ...

কোথায় ব্লগিং শুরু করবেন ওয়ার্ডপ্রেস না ব্লগার থেকে (WordPress vs Blogger)

Image
ব্লগিং শুরু করতে চাচ্ছেন? কোথায় থেকে শুরু করবেন বা কোন ব্লগিং প্ল্যাটফর্ম নির্বাচন করবেন, ওয়ার্ডপ্রেস না ব্লগার থেকে শুরু করবেন? এই প্রশ্ন গুলা প্রায় সব নতুন ব্লগার আছেন বা যারা ব্লগিং শুরু করতে চাচ্ছেন তাদের মনে উদয় হয়। তাই আজ আমি আপনাদের এই বিষয়ে বিস্তারিত বলতে যাচ্ছি। যাতে আপনাদের ব্লগিং প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম নির্বাচন করা সহজ হয়। ২০২০ সালে এসে, প্রযুক্তির এই যুগে সবারই আজকাল ইমেইল, ফেসবুক একাউন্ট আছে। ফেসবুক ওয়ালে লেখালেখি করতে করতে অনেকে আজ ফেমাস একজনও। সমান ভাবেই ব্লগের সংখ্যা ও নতুন নতুন ব্লগার তৈরি হচ্ছে দিনদিন। তাই ব্লগিং করার জন্য ভাল প্ল্যাটফর্ম নির্বাচন অতীব জরুরি একটা বিষয়। তা নাহলে আপনার কষ্টে গড়ে তোলা ব্লগটি সফল হবে না। ওয়ার্ডপ্রেস ও ব্লগার হচ্ছে দুটি জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম। তাহলে দেখে নেই কোনটায় কি কি সুবিধা ও কোনটা ভাল। (বিঃদ্রঃ এই পুষ্টে WordPress.com ও Blogger তুলনা করব। তা WordPress.Org ও Blogger নয়। WordPress.com আর WordPress.org এক না।) ফ্রি ব্লগ ওয়ার্ডপ্রেস ব্লগ টোটালি ফ্রি এর জন্য কোনো ফি দিতে হয় না। ফ্রিতেই আজীবন ব্লগিং করতে পারবেন। ব্লগার গুগ...