ওয়ার্ডপ্রেস ও ব্লগার (WordPress vs. Blogger): কোনটি ভাল এবং কেন ভাল?
ব্লগিংয়ে নতুন ও পুরান অনেকেই জানেন যে ওয়ার্ডপ্রেস একটি বেস্ট ব্লগিং প্লাটফর্ম। তারপরও অনেকে আছেন যারা কিনা ব্লগার ও ওয়াডপ্রেস নিয়ে অনেক কনফিউশন এর ভেতরে আছেন। যে আপনার ওয়েবসাইট তৈরি করতে ব্লগার ব্যবহার করবেন না, ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন। আশাকরি আজকে আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের WordPress ও Blogger/Blogsot নিয়ে আপনাদের কনফিউশন গুলা দূর করতে পারব। তার আগে জানুন, এখানে ওয়াডপ্রেস আবার ওয়ার্ডপ্রেস এর ভিতরে আরেকটা কনফিউশন রয়েগেছে। সেটা হলো WordPress.com আর WordPress.org । WordPress.com এটা হল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরীর জন্য ফ্রি হোস্টিং সার্ভিস । এটা WordPress.com কিন্তু অরজিনাল ওয়ার্ডপ্রেস নয়। WordPress.com হলো একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি ফ্রি হোস্টিং মাত্র। আর অরিজিনাল ওয়ার্ডপ্রেস বা WordPress.ORG এটা হল ওরজিনাল ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হল ব্লগিং/ওয়েবসাইট CMS (কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) বা একটি সফটওয়্যার । আর এইটাই হচ্ছে অরজিনাল ওয়ার্ডপ্রেস আমরা যেটাকে কেবলই ওয়ার্ডপ্রেস নামে জানি। অরজিনাল ওয়ার্ডপ্রেস কিন্তু ফ্রি হোস্টিং নয় বা ব্লগিং ব্লগ...