Posts

Showing posts with the label Software App

Recent Posts

বাংলা লেখার সবচেয়ে বেস্ট কিবোর্ড - GBoard

Image
অনেক ক্ষেত্রে হয় কি, আমরা সরাসরি বাংলা লিখি না। আমার বাংলা লিখি কিন্তু তা ইংরেজি অক্ষরে যাকে সাধারণত বলা হয় বাংলিশ। বাংলিশ লেখার অভ্যাসটা অনেক পুরনো অনেকের। এই বাংলিশ লেখা অনেকের কাছে সহজে বুধগম্য নয়।  আর এই লেখার মাঝে কোন স্ট্যান্ডার্ড নাই। এক্ষেত্রে সমস্যাটা হয় তখন অপরপক্ষ ভালোভাবে বুঝে না যে, আসলে এখানে কি লেখা হচ্ছে বা কি বলা হয়েছে লেখাতে। মোবাইল দিয়ে বাংলা লেখাটা অতটা সহজ নয় যতটা সহজ কম্পিউটার দিয়ে বাংলা লেখা । বাংলা লেখাটা কম্পিউটার দিয়ে সহজ তাও বলা যায় না। বাংলা লিখার সফটওয়্যার নিয়ে মোবাইলের সফটওয়্যার বিভাগে খুব বেশি কাজ হয়নি। যে কারণে বাংলা লেখার ভালো সফটওয়্যার অনলাইনে পাওয়া যায় না যেটা দিয়ে বাংলা লেখা গতিশীল ও সহজ হবে।  এই কিবোর্ড দিয়ে বাংলা লেখার একটি বিশেষ সুবিধা হচ্ছে- ইংরেজি অক্ষর দিয়ে বাংলা লেখা ।  যেমনটা রিদ্মিক কিবোর্ডে করা যায়। এখানে রিদ্মিক নিজেরটাই তো সহজে বাংলা লেখা যায় এ কিবোর্ড দিয়ে।  আরেকটা বিশেষ ফিউচার হচ্ছে যেটা আমি খুব বেশি ব্যবহার করি - ক্লিপবোর্ড। এ ক্লিপবোর্ড ফিউচার খুব বেশি ...