Posts

Showing posts with the label Blogging

Recent Posts

ব্লগিং কি? কিভাবে কোথা থেকে ব্লগিং শুরু করবেন? বিস্তারিত জানুন ব্লগিং সম্পর্কে

Image
ব্লগিং কি? কিভাবে কোথা থেকে ব্লগিং শুরু করবেন? বিশেষ করে নতুনদের মাঝে এই প্রশ্নগুলো আসে। এ প্রশ্নগুলোর উত্তর জানা স্পেশালি যারা নতুন ব্লগিং শুরু করতে চান তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটি কাজ শুরু করার পূর্বে যদি একাজ সম্পর্কে ভালোভাবে না জানেন তাহলে কাজটি ভালোভাবে করতে পারবেন। এজন্য যে কাজটি করতে যাবেন এই কাজটি সম্পর্কে ভালো ধারণা নিয়ে কাজটি করতে যাবেন। অন্যথায় উক্ত কাজ করতে গেলে অনেক ভুল-ত্রুটি হবে যা শেষ পর্যন্ত আপনার সফলতার পথে বড় বাঁধা হতে উঠতে পারে।  ব্লগিং কি? এই প্রশ্নটার উত্তর আগে উত্তর দেওয়ার আগে। একটা কথা বলি কোন কাজে আসলে সহজ না কঠিন কাজকে নিজের বুদ্ধি দিয়ে সহজ করে নিতে হয়। ব্লগিং হচ্ছে লেখালেখি। সহজ কথায় যাকে বলে লেখালেখি। আরেকটু বিস্তারিত বললে ব্লগিং হলো এমন একটি মাধ্যম যা দিয়ে নিজের ভিতরের সুন্দর সৃজনশীল জ্ঞানকে লিখে সুন্দর করে উপস্থাপন করা যায়। অন্যভাবে বললে হবে, আপনার ভেতরের সৃজনশীল জ্ঞান লেখালেখির মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়াকে ব্লগিং বলে। ব্লগিং করতে কি কি লাগে ও কি কি জানতে হবে?    ব্লগিং করতে গেলে ইন্টারনেট সংযোগ অবশ

ওয়ার্ডপ্রেস ও ব্লগার (WordPress vs. Blogger): কোনটি ভাল এবং কেন ভাল?

Image
ব্লগিংয়ে নতুন ও পুরান অনেকেই জানেন যে ওয়ার্ডপ্রেস একটি বেস্ট ব্লগিং প্লাটফর্ম। তারপরও অনেকে আছেন যারা কিনা ব্লগার ও ওয়াডপ্রেস নিয়ে অনেক কনফিউশন এর ভেতরে আছেন। যে আপনার ওয়েবসাইট তৈরি করতে ব্লগার ব্যবহার করবেন না, ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন। আশাকরি আজকে  আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের WordPress ও Blogger/Blogsot নিয়ে আপনাদের কনফিউশন গুলা দূর করতে পারব। তার আগে জানুন, এখানে ওয়াডপ্রেস আবার ওয়ার্ডপ্রেস এর ভিতরে আরেকটা কনফিউশন রয়েগেছে। সেটা হলো WordPress.com আর WordPress.org । WordPress.com এটা হল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরীর জন্য ফ্রি হোস্টিং সার্ভিস । এটা WordPress.com কিন্তু অরজিনাল ওয়ার্ডপ্রেস নয়। WordPress.com হলো একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি ফ্রি হোস্টিং মাত্র। আর অরিজিনাল  ওয়ার্ডপ্রেস বা WordPress.ORG এটা হল ওরজিনাল ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হল ব্লগিং/ওয়েবসাইট CMS (কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) বা একটি সফটওয়্যার । আর  এইটাই হচ্ছে অরজিনাল ওয়ার্ডপ্রেস আমরা যেটাকে কেবলই ওয়ার্ডপ্রেস নামে জানি। অরজিনাল ওয়ার্ডপ্রেস কিন্তু ফ্রি হোস্টিং নয় বা ব্লগিং ব্লগ ওয়েবসাইট হোস

বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সাইটসমূহের লিস্ট, দৈনিক ভিজিটর এবং মাসিক ইনকামসহ (১-১০)

Image
বাংলাদেশ থেকে ভিজিট হওয়া জনপ্রিয় ওয়েবসাইটগুলির লিস্ট এলেক্স ক্রম অনুযায়ী তাদের দৈনিক ভিজিটর, মাসিক আয়, ট্রাফিক উৎসের শতকরা % এলেক্স গ্লোবাল ও লোকাল র‍্যাঙ্কসহ নিম্নে দেওয়া হলঃ   ১। kalerkantho.com - কালেরকন্ঠ এলেক্স গ্লোবাল র‍্যাঙ্ক অনুযায়ী এর র‍্যাঙ্ক ১,৪৫০ এবং বাংলাদেশ র‍্যাঙ্ক ৬ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ৬ষ্ঠ নম্বরে আছে। এর উপরে রয়েছে গুগল, ফেসবুক, ইয়াহু, গুগল বাংলাদেশ ইত্যাদি। এ ওয়েবসাইটের ভিজিটর ১২% গুগল সার্চ, ৫% ফেসবুক থেকে আসে।    কালেরকন্ঠের ভিজিটর ও আয়: ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ৭.৫ লাখ। ডেইলি পেইজ ভিউ: প্রায় ২৫ লাখ। প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে: প্রায় গড়ে ২মিনিট। মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ১১লাখ ৫০ হাজার টাকা। ২। bd24live.com - বিডি২৪লাইভ এলেক্স গ্লোবাল র‍্যাঙ্ক অনুযায়ী এর র‍্যাঙ্ক ২,৫৬৪ এবং বাংলাদেশ র‍্যাঙ্ক ৭ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ৭ম নম্বরে আছে। এর উপরে রয়েছে গুগল, ফেসবুক, ইয়াহু, গুগল বাংলাদেশ, কালেরকন্ঠ ইত্যাদি। এ ওয়েবসাইটের ভিজিটর ৫% গুগল সার্চ, ২০% ফেসবুক, ৩% ইউটিউব থেকে আসে। ব

গুগল এডসেন্স এর ইনকাম হালাল না হারাম?

Image
এই প্রশ্ন অনেকেরই করে থাকেন, বিশেষ করে ধর্মভীরু ভাইরা কররে থাকেন। কিন্তু এ ব্যাপারে নির্ভর যোগ্য কোন তথ্য মেলা ভার। আজকে আমি এর উপর কিছু আলোচনা তুলে ধরতেছি। কি কারনে হারাম হতে পারে? ১। হারাম ব্যাবসার বিজ্ঞাপন। ২। অরধনগ্ন মেয়েদের বিজ্ঞাপন। এখন দেখতে হবে আমি এই বিষয়গুলা থেকে কিভাবে বাচতে পাড়ি, আদও পাড়ি কিনা। হারাম ব্যাবসার বিজ্ঞাপন থেকে বাচার উপায় আছে কতটুকু? অ্যাডসেন্স সাধারণত আপনার কন্টেন্ট এর ধরন এর উপরে নির্ভর করে ও ইউসার কোন কী ওয়ার্ড এ সার্চ করে আপনার সাইট এ এলো তার উপর নির্ভর করে রিলেভেন্ট এড দেখিয়ে থাকে। তাই প্রথম শর্ত আপনার কন্টেন্ট অবশ্যই হালাল টপিক এর থাকতে হবে। কোন রকম হারাম কী ওয়ার্ড আসতে পারে এরকম কন্টেন্ট লিখা যাবে না। তবে এর পরও কিছু অ্যাড আসবে যা ইসলামিক ভাবে হালাল নয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু অ্যাড ব্লক করতে হবে। এখন প্রশ্ন হল আমি কতটুকু নিয়ন্ত্রন করতে পাড়ি ব্লক করার মাধ্যমে? আপনার আডসেন্স অ্যাকাউন্ট থেকে কয়েকটি উপায়ে আপনি অ্যাড ব্লক করতে পাড়েন। ১। সরাসরি হারাম বিষয়ের অ্যাড লিঙ্ক ব্লক করে দিতে পাড়েন। তবে এক্ষেত্রে সরবচ্চ ৫০০ লিঙ্ক ব্লক করতে পাড়বেন। ২। জেনারেল ক্যাটা

অ্যাডসেন্স বিষয়ে ৭ টা কমন প্রশ্নের উত্তর, যেগুলা বেশি ভাগ নতুন ব্লগারা করে থাকেন

Image
বাংলা ব্লগে এখন থেকে এডসেন্স সাপুর্ট করে। বাংলা ব্লগে কিভাবে এডসেন্সে পাবেন, এবিষয়ে অনেকেই প্রশ্ন করছেন। তাদের এই প্রশ্নগুলা হতে কিছু কমন প্রশ্নের উত্তর তুলে ধরা হল। প্রশ্ন ১ঃ বাংলা ব্লগে এডসেন্সের জন্য কতটা পুস্ট লাগবে? এটা নিয়ে এডসেন্সের নীতিমালায় কিছু উল্লেখ নেই। তবে ৪০-৫০ টা পুস্ট করতে হবে। তবে সংখ্যার চেয়ে কুয়ালিটির গুরুত্ব বেশি। তাই তথ্যবহুল পুস্ট করুন। প্রশ্ন ২ঃ সাইটের বয়স কত দিন হতে হবে? ব্লগে কন্টেন্ট যোগ করার সময় থেকে ৬ মাস হলে ভাল। এই ৬ মাসে ভাল ভাল পুস্ট করেন। যদিও অনেকেই ১-২ মাসেই বাংলা ব্লগে এডসেন্স পেয়েছে। কিন্তু তারা হুড়া করে এডসেন্স পেলেও পর্যাপ্ত পরিমাণ পুস্ট ও ভিজিটর না থাকলে এডসেন্স পেলেও লাভ হবে না। প্রশ্ন ৩ঃ প্রতি পুস্টে ওয়ার্ডসংখ্যা কত হতে হবে? এবিষয়ে নিদিষ্ট কোনো নিয়ম নেই। তবে ২৫০ ওয়ার্ড -এর উপরে রাখার চেষ্টা করবেন। প্রশ্ন ৪ঃ আমার ইউটিউব এডসেন্স আছে, আমি কিভাবে আমার ব্লগে এটা ব্যবহার করব? ব্লগে ব্যবহার করার জন্য একাউন্ট আপগ্রেড করতে হবে। একাউন্ট আপগ্রেড করার জন্য ব্লগ লিনক দিবেন, তারপর কোড ব্লগে বসাতে হবে। প্রশ্ন ৫ঃ এডসেন্স এপ্লিকেশন সাবমিট করার কত দিনে ম

WordPress.com ও WordPress.org মধ্যে পার্থক্য কি কি

Image
বর্তমানে ওয়ার্ডপ্রেস ব্লগিং হিসাবে সবচেয়ে বড় জনপ্রিয় প্ল্যাটফর্ম। এটা এখন শুধু ব্লগ তৈরিতে ব্যবহার হওয় না। এটা দিয়ে আরও অনেক ধরণের ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। যেমন- ভিডিও সাইট, পিকচার গ্যালারী সাইট, ই-কর্মাস, স্টোর সাইট, বুক স্টোর ইত্যাদি। তাই ওয়ার্ডপ্রেস দিয়ে যেকোনো ধরণের ওয়েব তৈরি পূর্বে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানা ভাল। আজ এই পুষ্টে WordPress.com ও WordPress.org মধ্যে পার্থক্য কি কি তা সম্পর্কে লিখব। এতে আপনার ব্লগ তৈরিতে সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করতে পারবেন। WordPress.org WordPress.org হল “প্রকৃত ওয়ার্ডপ্রেস”, এটি হল সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)। এটা ১০০% ফ্রি ও ওপেন সোর্স। এটা দিয়ে ব্লগ তৈরি করতে হোস্টিং ও ডোমেইনের প্রয়োজন। তাই একে স্ব-হোস্টেল ওয়ার্ডপ্রেস বলে। WordPress.org তে আপনার ব্লগের ফুল কন্টল থাকবে আপনার হাতে। যেকোনো থিম / প্লাগইন আপলোড করতে পারবেন। ইচ্ছা মত কাস্টমাইজিং করতে পারবেন। যে সব কারণে WP.org পছন্দ করবেন, নিম্নে সুবিধাগুলো দেখে নিন: ১। এটা ফ্রি ও ব্যবহার খুব সহজ। ২। ওয়েবসাইটের ও সকল ডাটার ফুল কন্টল থাকবে নিজ হাতে। ইচ্ছা মত কাস্টমাইজিং, ফ