বাংলাদেশ থেকে ভিজিট হওয়া জনপ্রিয় ওয়েবসাইটগুলির লিস্ট এলেক্স ক্রম অনুযায়ী তাদের দৈনিক ভিজিটর, মাসিক আয়, ট্রাফিক উৎসের শতকরা % এলেক্স গ্লোবাল ও লোকাল র্যাঙ্কসহ নিম্নে দেওয়া হলঃ ১। kalerkantho.com - কালেরকন্ঠ এলেক্স গ্লোবাল র্যাঙ্ক অনুযায়ী এর র্যাঙ্ক ১,৪৫০ এবং বাংলাদেশ র্যাঙ্ক ৬ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ৬ষ্ঠ নম্বরে আছে। এর উপরে রয়েছে গুগল, ফেসবুক, ইয়াহু, গুগল বাংলাদেশ ইত্যাদি। এ ওয়েবসাইটের ভিজিটর ১২% গুগল সার্চ, ৫% ফেসবুক থেকে আসে। কালেরকন্ঠের ভিজিটর ও আয়: ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ৭.৫ লাখ। ডেইলি পেইজ ভিউ: প্রায় ২৫ লাখ। প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে: প্রায় গড়ে ২মিনিট। মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ১১লাখ ৫০ হাজার টাকা। ২। bd24live.com - বিডি২৪লাইভ এলেক্স গ্লোবাল র্যাঙ্ক অনুযায়ী এর র্যাঙ্ক ২,৫৬৪ এবং বাংলাদেশ র্যাঙ্ক ৭ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ৭ম নম্বরে আছে। এর উপরে রয়েছে গুগল, ফেসবুক, ইয়াহু, গুগল বাংলাদেশ, কালেরকন্ঠ ইত্যাদি। এ ওয়েবসাইটের ভিজিটর ৫% গুগল সার্চ, ২০% ফেসবুক, ৩% ইউটিউব থ...