Recent Posts

ফ্রিল্যান্সিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর


ফ্রিল্যাসিং করার আগ্রহ আছে এমন লোকের মনে ফ্রিল্যাসিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদের মনে উদয় হয়। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর নিম্নে দেখুনঃ
১। ফ্রিল্যান্সিং কি?
উত্তরঃ নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান বা একজন ব্যক্তির অধীনে থেকে শ্রম দেয়া ব্যতিত, অন্য সকল শ্রমকে ফ্রিল্যান্সিং বলে।
২। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি ?
উত্তরঃ ফ্রিল্যান্সিং- করা, আউটসোর্সিং- করানো। অর্থাৎ যে নির্দিষ্ট কোম্পানির অধীনে না থেকে নিজের যুগ্যতা অনুযায়ী টাকার বিনিয়ে কাজ করে দেয় এটাকে ফ্রিল্যান্সিং বলে। আর আউটসোর্সিং হল নিজের কাজ অন্য কোনো বাহিরের লোক দিয়ে করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে।
৩। ফ্রিল্যান্সিং করার আগে আপনার মধ্যে কি কি থাকতে হবে ?
উত্তরঃ ফ্রিল্যান্সিং করতে গেলে প্রথমে যা থাকতে হবে তা হল নির্দিষ্ট বিষয়ে দক্ষতা ও সাধারণ জ্ঞান।
৪। ফ্রিল্যান্সিং শুরু করার আগে কি কি কাজ জানতে হয় ?
উত্তরঃ পূর্বের উত্তরে বলে ছিলাম যে, ফ্রিল্যান্সিং করতে গেলে প্রথমে যা থাকতে হবে তা হল নির্দিষ্ট বিষয়ে দক্ষতা। হ্যা একটা বিষয়ে অবশ্যই দক্ষ বা কাজ জানতে হবে। এছাড়া কেউ ইংরেজিতে প্রশ্ন করলে তার উত্তর ইংরেজিতে নির্ভুলভাবে দিতে জানতে হবে তাও কারো সাহায্য ছাড়া।
৫। কাজগুলো শিখবেন কিভাবে ?
উত্তরঃ ইন্টার্নেট সার্চ জানলে বাকি কাজগুলো শেখার উপায় পেয়ে যাবেন। এবিষয়ে বাংলায় ও ইংরেজিতে অনেক উৎস পাবেন। যেমন আপনি ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে গুগলে লিখতে পারেন "কিভাবে ওয়েব ডিজাইন শিখব" অথবা "How to Learn Web Design"। এছাড়া ওয়েব ডিজাইন শিখতে বাংলা সাইট Webcoachbd.com আর ইংরেজি w3schools.com
৬। কোথায় আউটসোর্সিং করতে পারবেন?
উত্তরঃ বিভিন্ন মার্কেট প্লেস যেমন- upwork, freelancer, belancer ইত্যাদি মার্কেট প্লেস থেকে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং দুটাই করতে পারবেন।
৭ । এত কম্পিটিশন এর ভিতর কিভাবে টিকে থেকে কাজ করবেন?
উত্তরঃ কম্পিটিশন হয় সমানে সমানে। ইউনিকের সাথে কম্পিটিশন হয় না। এজন্য আপনাকে স্কিল বা দক্ষতাকে কাজে লাগাতে হবে ও কাজের পাশাপাশি দক্ষতা বাড়াতে হবে।
৮| ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কোন কাজ গুলোর চাহিদা সব চাইতে বেশি ?
উত্তরঃ ডাটা এন্ট্রি। এছাড়াও প্রায় সব সেক্টরগুলাতে কাজের চাহিদা প্রচুর।
৯| আপনি যদি আউটসোর্সিং করতেই চান তাহলে আউটসোর্সিং এর কোন সেক্টর এ আপনি যাবেন?
উত্তরঃ আমার যে ধরণের কাজের চাহিদা
১০। কিভাবে বিড ছাড়া কাজ করবেন?
উত্তরঃ সবার এখন বিড করতে হয় না। বিড ছাড়াই কাজ পাওয়া যায়।
১১। প্রোফাইলের ওয়েট বাড়াবেন কিভাবে ?
উত্তরঃ মাইন্ডের ওয়েটের সাথে জীবনের সকল কিছুর ওয়েট নির্ভর করে। এটা আপনা হতেই বুঝা যায়।
১২। কিভাবে বিড করে ইনকাম শুরু করবেন ?
উত্তরঃ বিড করেই কেউ ইনকাম শুরু করতে পারে না।

নিপু-আপওয়ার্ক বাংলাদেশ এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপ অবলম্বনে।

Comments

Popular posts from this blog

How to do Velocity Edit on CapCut

Google Pixel 6 Pro Price in Bangladesh (Unofficial): গুগল পিক্সেল ৬ প্রো প্রাইজ ইন বাংলাদেশ

Tecno Camon 16 Price in Bangladesh (টেকনো কেমন ১৬ এর বর্তমান বাজার মূল্য)