Posts

Showing posts with the label SEO

Recent Posts

বাংলাদেশ থেকে গুগলে ২০১৭ সালে সবচেয়ে বেশি সার্চ করা বিষয় গুলো

Image
গুগলে এ বছর বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা সবচেয়ে বেশি কোন বিষয়টি বা কাকে খুঁজেছেন? বাংলাদেশের সার্চ ট্রেন্ড বলছে, গুগলে এ বছর বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুঁজেছে জনপ্রিয় টেলিভিশন নাটকের মডেল সাবিলা নূরকে। গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে সম্প্রতি ট্রেন্ডিং সার্চের তালিকা প্রকাশ করা হয়েছে। দেশভিত্তিক ও বৈশ্বিকভাবে গুগল সার্চ ট্রেন্ড দেখা যাচ্ছে। গুগল বেশ কিছু ক্যাটাগরি বা বিভাগ হিসেবে সার্চ ট্রেন্ড প্রকাশ করেছে। বাংলাদেশকে নিয়ে ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘নিউজ’—এই তিনটি ট্রেন্ড প্রকাশ করেছে গুগল। এর মধ্যে ‘পিপল’ অংশে ১০ জনের নামের তালিকা দিয়েছে। তাঁদের মধ্যে শীর্ষে রয়েছেন অভিনেত্রী সাবিলা নূর । তারপর আছে মার্কিন পর্ণ মডেল মিয়া খলিফা। তিন পর্যায়ে নম্বরে আছেন ক্রিকেটার তাসকিন আহমেদ। এরপরই আছেন আমাদের বাংলা ছবির নায়ক শাকিব খান। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম আছেন পাঁচ নম্বরে স্থানে। সার্চ ট্রেন্ডে জায়গা করে নিয়েছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়া জান্নাতুল নাঈম এভ্রিল তাকে নিয়ে সংবাদ মাধ্যম গুলাতে আলোচনা সমালোচন চলছিল। তারপর আছেন বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা মাশরাফি বিন মুর্তজা। এরপরের

কিভাবে মাত্র ৫ ধাপে ৮০% অর্গানিক এসইও ট্রাফিক (Organic SEO traffic) বৃদ্ধি করবেন

Image
একটা ওয়েব সাইট / ব্লগের প্রাণ হল ট্রাফিক বা ভিজিটর। তাই ওয়েব সাইট ব্লগের জন্য ভিজিটর বা ট্রাফিক খুব গুরুত্বপূর্ণ। যেহেতু ওয়েব সাইট মূলত তৈরি করা হয় ভিজিটরদের জন্য। ধরেন আপনি একটা পার্সোনাল ব্লগ তৈরি করে সেখানে লেখালেখি করেছে। এখন যদি সেখানে ভিজিটর বা পাঠক না থাকে, তাহলে আপনার এত কষ্ট করে লেখাগুলা কে পড়বে। তাহলে সব কষ্টের লেখা জলে! তাই জলধি দেখে নিন, খুব সহজে মাত্র ৫টি ধাপে ৮০% অর্গানিক এসইও ট্রাফিক (Organic SEO traffic) বৃদ্ধি করবেন। ধাপ #১ঃ অপ্রয়োজনীয় ও মরা পেইজ বা পুষ্টগুলা ডিলিট করেন গুগল থেকে বলা হয়েছে, যেসব সাইটে বড় পরিমাণের অপ্রয়োজনীয় ও মরা পেইজ রয়েছে তাদের সাইটে SEO তে খারাপ প্রভাব পরবে। এখানে মরা পেইজ বলতে, যে পেইজ গুলাতে একদমই ভিজিটর আসে না ও পেইজগুলা সার্চ রেজাল্টে Impression নাই বা পেইজটি ভিজিটরদের জন্য কোনো কাজে আসে না এমন পেইজ। স্বল্প কোয়ালিটি ও অপ্রয়োজনীয় পেইজ সাইটে যুক্ত করা থেকে বিরত থাকুন। এই ধরণে পেইজগুলা শুধু স্পেসের উপচয় করব। মূল কথা, আপনি ঐ সব পেইজে কোনো ট্রাফিকও পাবেন না। আর ট্রাফিক বা ভিজিটর না পান তাহলে ঐ সব পেইজ তৈরি কতে লাভ কি? একারণে, প্রতিটি পেইজ বা পুষ্ট