Posts

Showing posts with the label Bluetooth headphones

Recent Posts

কেমন চলে ৫০০ টাকার ব্লুটুথ হেডফোন TWS F9 - রিভিউ

Image
যাদের বাজেট খুবই কম ৫০০ টাকার আশেপাশে। তাদের জন্য মূল এই TWS টি যার নাম TWS F9। মূলত ৫০০ টাকার আশেপাশে ভালো ব্র্যান্ডের ব্লুটুথ হেডফোন বা TWS পাওয়া যায় না। ভালো ব্লুটুথ স্পেশালি শাওমি অথবা কোন ব্র্যান্ডের হেডফোন কিনতে গেলে ১৫০০ টাকার উপরে যেতে হবে। অনেকের কাছে পনেরোশো টাকা দিয়ে ব্লুটুথ হেডফোন কিনা সম্ভব হবে না বা কিনতে চান। শুধুমাত্র তাদের জন্য আজকের এই প্রোডাক্টি।  মূলত ৫০০ টাকার কম দামের হেডফোন থেকে যে পারফরম্যান্স পাবেন তাহল মুটামুটি সাউন্ড কোয়ালিটি ও ভাল ব্যাটারি ব্যাকআপ। ভাল ব্যাটারি ব্যাকআপ বলতে ৩-৪ ঘনটা গান শুনা যাবে। এই জিনিসটা এই দামে খুব ভালোভাবে ফিলাপ করতে পারে ৫০০ টাকার TWS F9 । কেস থেকে TWS টি চার্জ করা যাবে ৩ বারের উপর। কেসটি একবার চার্জ করতে সময় লাগবে প্রায় ৩ ঘন্টা। ইয়ার বার্ড দুইটা চার্জ করতে সময় লাগবে ২ ঘন্টা।  এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো। মিউজিক বা টিকটক শুনার জন্য ব্যবহার করতে পারেন। তবে গেইম খেলতে গেলে এই দামের মধ্যে কোনোটাই ভাল হবে না এইটা সহ। আর কলে কথা বলা যায় একটু জুড়ে আওয়াজ করে কথা বলতে হবে। মোবাইল পকেটে রেখেও গান শুনা যায়। তবে আ