শাওমি পোকো এফ৩: ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা বাজেটে সেরা স্মার্টফোন
শাওমি পোকো এফ৩ ফোনটা বেস্ট একটা ফ্লাগশিপ কিলার। শাওমির ফ্লাগশিপ কিলার তো বুঝেনই, একেবারে ট্রু ফ্লাগশিপ কিলার ডিভাইস। ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা বাজেটে সেরা একটা স্মার্টফোন। এই ফোনটা ইন্টারন্যাশনাল মার্কেটে আসছে অনেক আগেই। তবে বাংলাদেশের এটা অফিশিয়ালি আসেনি, বিভিন্ন শপে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে।
মিডরেঞ্জ বাজেটের সেরা একটি আনঅফিসিয়াল শাওমি স্মার্টফোন। দেশের বাজারে এর ৬+১২৮ জিবি ভেরিয়ান্টের দাম ২৭,৫০০টাকা।
এক নজরে শাওমি পোকো এফ ৩ (Xiaomi Poco F3) স্পেসিফিকেশন:
বডি: ১৬৩.৭*৭৬.৪*৭.৮ মিলিমিটার, ১৯৬ গ্রাম; গ্লাস ফ্রন্ট (গরিলা গ্লাস ৫), গ্লাস ব্যাক (গরিলা গ্লাস ৫), প্লাস্টিকের ফ্রেম।
ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি এমোলেড, ১২০হার্জ রিফ্রেশ রেইট, ৩৬০ হার্জ টাচ স্যাম্পলিং, এইচডিআর১০+, ১৩০০ নিটস্ (পিক ব্রাইটনেস), ১০৮০*২৪০০ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও ও ৩৯৫ পিপিআই।
প্রসেসের ও হার্ডওয়ার: স্নাপড্রাগন ৮৭০ - অক্টাকোর (1x3.2 GHz Kryo 585 & 3x2.42 GHz Kryo 585 & 4x1.80 GHz Kryo 585); জিপিউ - অ্যাড্রেনো ৬৫০। ৫জি নেটওয়ার্ক সাপোর্টেড চিপ। ৭ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি।
স্টোরেজ: ১২৮ জিবি স্টোরেজ + ৬জিবি র্যাম; ২৫৬ জিবি স্টোরেজ + ৮জিবি র্যাম; স্টোরেজ ইউএফএস ৩.১। এক্সট্রানাল মেমোরী কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধা নাই।
সফ্টওয়্যার: অ্যান্ড্রয়েড ১১; এম আইইউআই ১৩।
রিয়ার ক্যামেরা: মেইন - ৪৮ মেগাপিক্সেল f/১.৮; আল্ট্রা ওয়াইড - ৮ মেগাপিক্সেল f/২.২; ম্যাক্রো-; ৫ মেগাপিক্সেল f/২.৪ ।
সামনের ক্যামেরা: ২০ মেগাপিক্সেল, f/২.৫ ।
ভিডিও রেকর্ডিং: রিয়ার ক্যামেরা - 4K@30fps, 1080p@30/60/120/240/960fps, gyro-EIS; সামনের ক্যামেরা - 1080p@30fps, 720p@120fps।
ব্যাটারি: ৪৫২০ এমএএইচ; ফাস্ট চার্জিং ৩৩ ওয়াট; ফুল চার্জ ১০০% ৫২ মিনিটে, পাওয়ার ডেলিভারি ৩.০, ফাস্ট চার্জ ৩+ প্রযুক্তি। বক্সে ৩৩ ওয়াটের চার্জার দেওয়া হয়েছে।
বিবিধ: ফিঙ্গারপ্রিন্ট রিডার (সাইডমাউন্ট); স্টেরিও স্পিকার; এনএফসি; ইনফ্রারেড পোর্ট। মাল্টি-মিডিয়া উপভোগের জন্য স্টেরিও স্পিকার থাকার পরেও ফোনটিতে ৩.৫ এমএম অডিও জ্যাক নাই। তবে শাওমি কোম্পানি ফোনের বক্সে ৩.৫ এমএম অডিও জ্যাক জন্য অ্যাডাপ্টার দিয়েছে।
শাওমি পোকো এফ ৩ (Xiaomi Poco F3) ফোনটি স্পেশালি কাদের জন্য? যাদের কাছে ক্যামেরার গুরুত্বটা কিছুটা তুলনামূলক কম। বিল্ড কোয়ালিটি ডিজাইন, ডিসপ্লে, পারফরম্যান্স ও ব্যাটারি ব্যাকআপ ভালো চান তাদের জন্য ডিভাইসটি একদম পারফেক্ট হবে। শাওমি পোকো এফ ৩ (Xiaomi Poco F3) এর পারফরম্যান্সের এই দামে সবার সেরা।
ভাল দিক:
- প্রিমিয়াম বিল্ডসহ চমৎকার ডিজাইন।
- অসাধারণ এমোলেড, ১২০ হার্জ রিফ্রেশ রেট।
- খুব ভাল ব্যাটারি লাইফ, দ্রুত চার্জ করা যায়।
- ৫জি নেটওয়ার্ক সাপোর্টেড।
- ভালো স্টেরিও স্পিকার।
- দিনের আলোতে ভাল ছবি এবং ভিডিও নেয়া যায়।
- সর্বশেষ অ্যান্ড্রয়েড এবং এমআইইউআই।
- আনফিশিয়ালি দাম কম।
মন্দ দিক:
- ৩.৫ এমএম জ্যাক নেই, মাইক্রোএসডি মেমোরি সুবিধা নেই, এফএম রেডিও নেই।
- আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ফটো এবং ভিডিও উভয় ক্ষেত্রেই মোটামুটি ভালো।
এই দামে আরো কিছু ভাল ডিভাইস আছে বিবেচনা রাখতে পারেন। যেমন- গ্যালাক্সি এ৫২ ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য। অন্যদিকে আছে ভাল কামেরা পারফরম্যান্সের জন্য রিয়েলমি ৮ প্রো। আবার শাওমির আছে রেডমি নোট ১০ প্রো ম্যাক্স, এটা সবদিক বিবেচনা একটি ভালো ফোন - বেস্ট অল-রাউন্ডার।
Comments
Post a Comment