বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সাইটসমূহের লিস্ট, দৈনিক ভিজিটর এবং মাসিক ইনকামসহ (১-১০)
বাংলাদেশ থেকে ভিজিট হওয়া জনপ্রিয় ওয়েবসাইটগুলির লিস্ট এলেক্স ক্রম অনুযায়ী তাদের দৈনিক ভিজিটর, মাসিক আয়, ট্রাফিক উৎসের শতকরা % এলেক্স গ্লোবাল ও লোকাল র্যাঙ্কসহ নিম্নে দেওয়া হলঃ
কালেরকন্ঠের ভিজিটর ও আয়:
বিডি২৪লাইভ ভিজিটর ও আয়:
প্রথমআলো ভিজিটর ও আয়:
দারাজ ভিজিটর ও আয়:
বিডিজবস ভিজিটর ও আয়:
বিডি প্রতিদিন ভিজিটর ও আয়:
জুমবাংলা ভিজিটর ও আয়:
টেলিটক ভিজিটর ও আয়:
গ্রামিনফোনের ভিজিটর ও আয়:
জাগোনিউজ২৪-এর ভিজিটর ও আয়:
১। kalerkantho.com - কালেরকন্ঠ
এলেক্স গ্লোবাল র্যাঙ্ক অনুযায়ী এর র্যাঙ্ক ১,৪৫০ এবং বাংলাদেশ র্যাঙ্ক ৬ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ৬ষ্ঠ নম্বরে আছে। এর উপরে রয়েছে গুগল, ফেসবুক, ইয়াহু, গুগল বাংলাদেশ ইত্যাদি। এ ওয়েবসাইটের ভিজিটর ১২% গুগল সার্চ, ৫% ফেসবুক থেকে আসে।কালেরকন্ঠের ভিজিটর ও আয়:
- ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ৭.৫ লাখ।
- ডেইলি পেইজ ভিউ: প্রায় ২৫ লাখ।
- প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে: প্রায় গড়ে ২মিনিট।
- মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ১১লাখ ৫০ হাজার টাকা।
২। bd24live.com - বিডি২৪লাইভ
এলেক্স গ্লোবাল র্যাঙ্ক অনুযায়ী এর র্যাঙ্ক ২,৫৬৪ এবং বাংলাদেশ র্যাঙ্ক ৭ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ৭ম নম্বরে আছে। এর উপরে রয়েছে গুগল, ফেসবুক, ইয়াহু, গুগল বাংলাদেশ, কালেরকন্ঠ ইত্যাদি। এ ওয়েবসাইটের ভিজিটর ৫% গুগল সার্চ, ২০% ফেসবুক, ৩% ইউটিউব থেকে আসে।বিডি২৪লাইভ ভিজিটর ও আয়:
- ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ৩ লাখ ৩০হাজার।
- ডেইলি পেইজ ভিউ: প্রায় ৯ লাখ+।
- প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে: প্রায় গড়ে ৩মিনিট+।
- মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ৮লাখ ৫০ হাজার টাকা।
৩। prothom-alo.com - প্রথমআলো
এলেক্স গ্লোবাল র্যাঙ্ক অনুযায়ী এর র্যাঙ্ক ১,৮০০ এবং বাংলাদেশ র্যাঙ্ক ৯ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ৯ম নম্বরে আছে। এর উপরে রয়েছে গুগল, ফেসবুক, ইয়াহু, গুগল বাংলাদেশ ইত্যাদি। এ ওয়েবসাইটের ভিজিটর ১৭% গুগল সার্চ, ১১% ফেসবুক, ৫% ইউটিউব থেকে আসে। এখানে বাংলাদেশে গুগল, ফেসবুক এর পর সবচেয়ে জনপ্রিয় বাংলা ওয়েবসাইট হল প্রথম আলো। আমাদের এই লিস্ট মূলত এলেক্স র্যাঙ্ক ক্রম অনুযায়ী করা হয়েছে তাই প্রথম আলোকে ৩ নাম্বারে দেখানু হয়েছে।প্রথমআলো ভিজিটর ও আয়:
- ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ১৫ লাখ।
- ডেইলি পেইজ ভিউ: প্রায় ৪০ লাখ+।
- প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে: প্রায় গড়ে ৮মিনিট+।
- মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ২০লাখ ৩০ হাজার টাকা।
৪। daraz.com.bd - দারাজ
এলেক্স গ্লোবাল র্যাঙ্ক অনুযায়ী এর র্যাঙ্ক ৪ হাজার এবং বাংলাদেশ র্যাঙ্ক ১০ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ১০ম নম্বরে আছে। এর উপরে রয়েছে গুগল, ফেসবুক, ইয়াহু, কালের কন্ঠ, প্রথম আলো, বিডি২৪লাইভ । এ ওয়েবসাইটের ভিজিটর ১০% গুগল সার্চ, ০.৫% ফেসবুক থেকে আসে।দারাজ ভিজিটর ও আয়:
- ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ২ লাখ+।
- ডেইলি পেইজ ভিউ: প্রায় ৩.৫ লাখ।
- প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে: প্রায় গড়ে ১মিনিট।
- মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ৪লাখ ৫০ হাজার টাকা।
৫। bdjobs.com - বিডিজবস
এলেক্স গ্লোবাল র্যাঙ্ক অনুযায়ী এর র্যাঙ্ক ৪,৭৯৬ এবং বাংলাদেশ র্যাঙ্ক ১২ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ১২ নম্বরে আছে। এর উপরে রয়েছে গুগল, ফেসবুক, ইয়াহু, প্রথম আলো, বিডি২৪লাইভ, কালেরকন্ঠ, দারাজ ইত্যাদি। এ ওয়েবসাইটের ভিজিটর ৩০% গুগল সার্চ, ১১% ফেসবুক, ৫% ইউটিউব, ৩% ইয়াহু থেকে আসে।বিডিজবস ভিজিটর ও আয়:
- ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ৭ লাখ+।
- ডেইলি পেইজ ভিউ: প্রায় ২০ লাখ।
- প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে: প্রায় গড়ে ৭মিনিট।
- মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ৪লাখ ৫০ হাজার টাকা।
৬। bd-pratidin.com - বিডি প্রতিদিন
এলেক্স গ্লোবাল র্যাঙ্ক অনুযায়ী এর র্যাঙ্ক ৩হাজার এবং বাংলাদেশ র্যাঙ্ক ১৩ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ১৩ নম্বরে আছে। এটি একটি জনপ্রিয় বাংলা নিউজ ওয়েবসাইট। এ ওয়েবসাইটের ভিজিটর ১১% গুগল সার্চ, ৫% ফেসবুক থেকে আসে।বিডি প্রতিদিন ভিজিটর ও আয়:
- ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ৪.৫ লাখ।
- ডেইলি পেইজ ভিউ: প্রায় ৭ লাখ।
- প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে: প্রায় গড়ে ৯মিনিট+।
- মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ৫লাখ ৯০ হাজার টাকা।
৭। zoombangla.com - জুমবাংলা
এলেক্স গ্লোবাল র্যাঙ্ক অনুযায়ী এর র্যাঙ্ক ৫,১৭৯ এবং বাংলাদেশ র্যাঙ্ক ১৪ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ১৪ নম্বরে আছে। অনলাইন জনপ্রিয় একটি নিউজ ওয়েবসাইট এটি। এ ওয়েবসাইটের ভিজিটর ৯% গুগল সার্চ, ৩% ফেসবুক থেকে আসে।জুমবাংলা ভিজিটর ও আয়:
- ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ২ লাখ।
- ডেইলি পেইজ ভিউ: প্রায় ৭ লাখ।
- প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে: প্রায় গড়ে ৭মিনিট।
- মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ১লাখ ৬০ হাজার টাকা।
৮। teletalk.com.bd - টেলিটক
এলেক্স গ্লোবাল র্যাঙ্ক অনুযায়ী এর র্যাঙ্ক ৬,৩৭৩ এবং বাংলাদেশ র্যাঙ্ক ১৫ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ১৫ নম্বরে আছে। এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট টেলিকম কোম্পানির ওয়েবসাইটের মধ্যে। এ ওয়েবসাইটের ভিজিটর ৩০% গুগল সার্চ, ৫% ফেসবুক, ৩% ইউটিউব, ৫% বিভিন্ন সরকারি ওয়েবসাইট থেকে আসে।টেলিটক ভিজিটর ও আয়:
- ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ৩.৫ লাখ।
- ডেইলি পেইজ ভিউ: প্রায় ৮ লাখ।
- প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে: প্রায় গড়ে ১০মিনিট।
- মাসিক গড় আয় (সম্ভাব্য): ***।
৯। grameenphone.com - গ্রামিনফোন
এলেক্স গ্লোবাল র্যাঙ্ক অনুযায়ী এর র্যাঙ্ক ৬,৬৪০ এবং বাংলাদেশ র্যাঙ্ক ১৮ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ১৮ নম্বরে আছে। টেলিটকের পর সবচেয়ে প্রিয় ওয়েবসাইট টেলিকম কোম্পানির ওয়েবসাইটের মধ্যে। এ ওয়েবসাইটের ভিজিটর ৩০% গুগল সার্চ, ১০% ফেসবুক, ৬ ইউটিউব, ৩% ইয়াহু থেকে আসে।গ্রামিনফোনের ভিজিটর ও আয়:
- ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ৩.৩ লাখ।
- ডেইলি পেইজ ভিউ: প্রায় ৭ লাখ।
- প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে: প্রায় গড়ে ৭মিনিট।
- মাসিক গড় আয় (সম্ভাব্য): ***।
১০। jagonews24.com - জাগোনিউজ২৪
এলেক্স গ্লোবাল র্যাঙ্ক অনুযায়ী এর র্যাঙ্ক ৪,৯৯৬ এবং বাংলাদেশ র্যাঙ্ক ১৯ অর্থাৎ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটের লিস্টে ১৯ নম্বরে আছে। এটি একটি জনপ্রিয় অনলাইন বাংলা নিউজ ওয়েবসাইট । এ ওয়েবসাইটের ভিজিটর ১২% গুগল সার্চ, ৬% ফেসবুক, ২% ইয়াহু থেকে আসে।জাগোনিউজ২৪-এর ভিজিটর ও আয়:
- ডেইলি ইউনিক ভিজিটর: প্রায় ২.৩ লাখ।
- ডেইলি পেইজ ভিউ: প্রায় ৬ লাখ।
- প্রতি ভিজিটর সাইটে অবস্থান করে: প্রায় গড়ে ৮মিনিট।
- মাসিক গড় আয় (সম্ভাব্য): প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।
Comments
Post a Comment