Recent Posts

রিয়েলমি স্মার্টফোনের ওয়ারেন্টি সেবার জন্য সার্ভিস সেন্টার লিস্ট


রিয়েলমি বাংলাদেশে আসার পর তাদের দুটি মডেলের হ্যান্ডসেট বাংলাদেশের মোবাইল বাজারে রিলিজ করেছে। রিয়েলমি বাংলাদেশে আসার আগে এখানে তাদের শক্ত অবস্থান ছিল। অনেকে আনঅফিসিয়াল রিয়ালমি স্মার্টফোন ব্যবহার করছে অনেকদিন ধরে। 

অফিশিয়ালি বাংলাদেশে আসার পর অনেকেই রিয়েলমি ব্যান্ডের স্মার্টফোন নিয়েছেন। ইতিমধ্যে অনেকের রিয়েলমি হ্যান্ডসেট আছে। আগামীতে রিয়েলমির আরো নতুন মডেলের বিভিন্ন প্রাইজ রেঞ্জের মধ্যে স্মার্টফোন বাজারে রিলিজ হবে। এতে করে স্বভাবতই রিয়েলমি ব্যবহারকারী মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। অসংখ্য রিয়েলমি ব্যবহারকারী বিক্রয় পরবর্তী সার্ভিস বা ওয়ারেন্টি সেবা পেতে আর কোন সমস্যা হবে না। কারণ রিয়েলমি বাংলাদেশে তাদের বিক্রয় পরবর্তী সেবা প্রদানের জন্য সার্ভিস সেন্টার ওপেন করেছে। এখানে ক্লিক করে দেখুন রিয়েলমি সকল সার্ভিস সেন্টারের লিস্ট। 

Comments

Popular posts from this blog

What is Skitto SIM? Skitto SIM price, Internet Offer & Balance Check

How to do SIM replacement & How much cost and required documents to do it? [BL, Airtel,GP, Robi & Teletalk]