Huawei Mate Xs: হাওয়াইয়ের নতুন ফোল্ডিং স্মার্টফোন
হাওয়াই অনেকটা হঠাৎ করেই বাজারে অনেছে Huawei Mate Xs। এটি তাদের নতুন ফোল্ডিং স্মার্টফোন। যাতে Kirin 990 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। Image: GSMARENA হাওয়াইয়ের উক্ত ফোল্ডিং স্মার্টফোনটির সাইচ ৮ ইঞ্চি। এতে দুটি ক্যামেরা থাকবে। সামনের দিকে কোনো ক্যামেরা থাকবে না। তবে পেছরের ক্যামেরাই সেল্ফি তোলতে ব্যবহার করতে পারবেন। মেইন সেন্সরের রেজুলেশন ৪০ মেগাপিক্সেল সাথে আরেকটি ১৬ মেগাপিক্সেলের ওয়াইড-এগেল ক্যামেরা থাকবে। Image: GSMARENA ৮জিবি রম সাথে ৫১২জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা থাকছে। ব্যাটারি হিসাবে থাকছে ৪৫০০ mAH পাওয়ারের ব্যাটারি যাতে কিনা ৫৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা আছে। Image: GSMARENA ফোনটির সামনে প্লাস্টিক বিল্ড এবং পেছনের এলুমিনিয়াম বিল্ড আছে। এতে একই সাথে দুটি সিম ব্যবহার করা যাবে এবং ৫জি সাপুর্টেড। দাম ২,৫০০ ইউরো টাকাতে ২ লক্ষ্য তিরিশ হাজার টাকা! Image: GSMARENA একনজরে Huawei Mate Xs এর ফুল ফিউচার সমূহঃ Body: Plastic front, aluminu...