Recent Posts

Huawei Mate Xs: হাওয়াইয়ের নতুন ফোল্ডিং স্মার্টফোন

হাওয়াই অনেকটা হঠাৎ করেই বাজারে অনেছে Huawei Mate Xs। এটি তাদের নতুন ফোল্ডিং  স্মার্টফোন।  যাতে Kirin 990 5G প্রসেসর ব্যবহার  করা হয়েছে।

Image: GSMARENA 

হাওয়াইয়ের উক্ত ফোল্ডিং স্মার্টফোনটির সাইচ ৮ ইঞ্চি। এতে দুটি ক্যামেরা থাকবে। সামনের দিকে কোনো ক্যামেরা থাকবে না। তবে পেছরের ক্যামেরাই সেল্ফি তোলতে ব্যবহার করতে পারবেন।  মেইন সেন্সরের রেজুলেশন ৪০ মেগাপিক্সেল সাথে আরেকটি ১৬ মেগাপিক্সেলের ওয়াইড-এগেল ক্যামেরা থাকবে।


Image: GSMARENA 

৮জিবি রম সাথে ৫১২জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা থাকছে। ব্যাটারি হিসাবে থাকছে ৪৫০০ mAH পাওয়ারের ব্যাটারি যাতে কিনা ৫৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা আছে।

Image: GSMARENA 

ফোনটির সামনে প্লাস্টিক বিল্ড এবং পেছনের এলুমিনিয়াম বিল্ড আছে।  এতে একই সাথে দুটি সিম ব্যবহার করা যাবে এবং ৫জি সাপুর্টেড। দাম ২,৫০০ ইউরো টাকাতে ২ লক্ষ্য তিরিশ হাজার টাকা!

Image: GSMARENA 

একনজরে Huawei Mate Xs এর ফুল ফিউচার সমূহঃ 
  • Body: Plastic front, aluminum back and frame
  • Screen:Unfolded: 8.0-inch Foldable OLED, 2200 x 2480px; Folded: 6.6" OLED 1140 x 2480px
  • Rear camera: Primary: 40MP f/1.8, 1/1.7", PDAF; Telephoto: 8 MP, f/2.4, 52mm; Ultra-wide: 16 MP, f/2.2, 17mm; LED flash; 3D ToF; 2160p@30fps video recording, EIS
  • Front camera: Uses the main cameras.
  • Chipset: HiSilicon Kirin 990 5G (7nm+): Octa-core (2x2.86 GHz Cortex-A76 & 2x2.36 GHz Cortex-A76 & 4x1.95 GHz Cortex-A55), Mali-G76 MP16
  • Memory: 8GB RAM, 512GB storage.
  • OS: Android 10; EMUI 10
  • Battery: 4,500mAh, 55W SuperCharge fast charging
  • Connectivity: 5G, Dual SIM, Bluetooth 5.0, Wi-Fi a/b/g/n/ac/ax, dual GPS, USB-C

Comments

Popular posts from this blog

রিয়েলমি স্মার্টফোনের ওয়ারেন্টি সেবার জন্য সার্ভিস সেন্টার লিস্ট

How to do Velocity Edit on CapCut

বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সাইটসমূহের লিস্ট, দৈনিক ভিজিটর এবং মাসিক ইনকামসহ (১-১০)