কম দামেই পাওয়া যাবে Huawei P40, P40 Pro ও Premium Edition ফ্লাগশিপ ফোন
চাইনিজ মোবাইল কোম্পানি Huawei তাদের ভবিষ্যৎ নতুন প্লাগশিপ ফোন Huawei P40 ও Huawei P40 Pro স্মার্টফোন খুব সম্ভবত মার্চের পরে বাজারে নিয়ে আসতে পারে। এই দুটিতে ধারাণা করা হচ্ছে Huawei তাদের সকল ধরণের প্রযুক্তি এক্সপেরিয়েন্স কাজে লাগাবে।
এই Huawei P40 ও Huawei P40 Pro ফোনটিতে থাকবে ডুয়াল ৫জি ও ডুয়াল সিমের সুবিধা। এছাড়া এটি সাধারণত Android ওএস দিয়েই চলবে। যদি এই মুহূর্তে অফিসিয়ালি Android ব্যবহারের জন্য Huawei গুগলের অনুমোদন নেই। যার কারণে Huawei P40 মোবাইল Android চালিত হওয়ার পরও, Android বা গুগলের কিছু স্পেসিয়াল সার্ভিস বা এপ ব্যবহার করতে পারবে না। যেমন- গুগল প্লেস্টোর, গুগল ম্যাপ, ইউটিউব মোবাইল এপ, গুগল সিকুরিটি আপডেট।
এই বারের Huawei P40, Huawei P40 Pro ও Huawei P40 premium edition মার্কেট দাম আগের Huawei P30 সিরিজের ফোনগুলার তুলনায় কিছুটা কম হবে। যায় মূল কারণ হতে পারে, Huawei P40 তে গুগলের অফিসিয়াল সার্ভিস না থাকা। এই কারণে চাইনিজ মোবাইল জায়ান্ট Huawei তাদের বিজনেস পলিসিতে পরিবর্তন নিয়ে আসছে এবং নতুন ফোন গুলার দামের ক্ষেত্রে লক্ষ্যণীয় মাত্রায় কম দাম রাখছে।
যদিও Huawei P40 সিরিজের মোবাইলের দাম তুলনামূলকভাবে কম থাকতে পারে আগের সিরিজ Huawei P30 থেকে। কিন্তু অবশ্যই আশাকরতে পারেন P30 থেকে P40 তে বেটার কেমেরা, পার্ফরমেন্স, ব্যাটারি, ডিজাইন ও বিল্ড থাকবে । কেমেরা সেকশনে ৪টা কেমেরা থাকবে পেছনের দিকে যার একটি ৫২ মেগাপিক্সেলের আরেকটি ৪০ মেগাপিক্সেলের সাথে ৮মেগাপিক্সেলের ৫x জুম সুবিধাযুক্ত টেলিপটো সেন্সর। ডিসপ্লেতে কোনো নচ বা কাট-আউট থাকবে না। ডিসপ্লের স্কিন হবে চারদিক থেকেই কার্ভ করা বা বাঁকানো।
বিভিন্ন মোবাইল নিউজ বিষয়ক ওয়েবসাইট থেকে জানা গেছে যে, Huawei P40 Price এবার থাকবে ৬০০ ইউরো যা Bangladeshi(BDT) টাকায় ৫৫,০০০টাকা। আর Huawei P40 Pro Price হবে আটশত ইউরো প্রায় Bangladeshi 74,000 Taka হবে। অন্যদিকে Huawei P40 premium edition এর মূল ইউরোতে ১,০০০ যা বাংলাদেশি টাকায় ৳৯২,০০০। এছাড়াও P30 Lite এর মত Huawei P40 তেও থাকছে একটি লাইট ভার্সন Huawei P40 lite
Comments
Post a Comment