Recent Posts

Xiaomi Redmi K30 Pro: শাওমি রেডমি কে৩০ প্রোতে স্নাপড্রাগন ৮৬৫ ৫জি চিপসেট থাকছে অফিসিয়ালি নিশ্চিত

শাওমি রেডমি কে 30 প্রো  গত মাসে স্নাপড্রাগন 865 SoC দিয়ে গিকবেঞ্চে যায়গা করে নিয়েছিল। কিন্তু একটি অফিসিয়াল সূত্র নিশ্চিত করেছে যে কে 30 প্রোতে প্রকৃতপক্ষে একটি স্ন্যাপড্রাগন 865 চিপসেট থাকবে।



রেডমি কে 30 প্রোতে একটি নচলেস ডিসপ্লে এবং 5 জি সাপোর্টের সাথে এটি আগামি মাসে উন্মোচিত করা হবে।

 শাওমি এখনও আনুষ্ঠানিকভাবে কে 30 প্রো সম্পর্কিত অন্য কোনও তথ্য প্রকাশ করেনি, তবে  একটি ৪,৭০০ এমএএইচয়ের ব্যাটারি দেওয়া হতে পারে বলে শুনা যাচ্ছে যা 33 ডাব্লুতে চার্জ হবে।

আর ফটোগ্রাফির জন্য, রেডমি কে 30 প্রো পিছনে চার ক্যামেরা/ কোয়াড ক্যামেরা থাকবে, যার মেইন ক্যামেরা রেজুলেশন হবে ৬৪মেগাপিক্সেলের। সনির আইএমএক্স ৬৮৬ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে।


সুত্রঃ জিএসএমএরিনা 

Comments

Popular posts from this blog

Xiaomi Redmi Note 12 Review: A Budget-Friendly Mid-Range Phone with Solid Performance

All best grameenphone internet offers 2020 [New Stay Home MB Offer]

How to do Velocity Edit on CapCut