মোবাইল দিয়ে সম্পূর্ণ পিএইচপি ওয়েবসাইট (PHP Website) তৈরি করেন! - By FtpCafe FTP Client
আমাদের অনেকেরই কম্পিউটার নেই। আর কম্পিউটার ছাড়া সম্পুর্ণ একটা ওয়েবসাইট তৈরি করা অনেক কঠিন বেপার বটে। তাহলে কি আমরা বসে থাকব? না, এটা বসে থাকার যুগ নয়। আপনার হাতের স্মার্টফোন দিয়েই একটি সম্পুর্ণ পিএইচপি ওয়েবসাইট বানাতে পারেন। ওয়েবসাইটের সকল কাজ A to Z মোবাইল দিয়ে করা যায়। আমি এই পুস্টে আপনাদের দেখাবে কিভাবে মোবাইল দিয়ে সেকোনো ধরণের পিএইপি ওয়েবসাইট বানাবেন। এই পুস্টটি নির্দিষ্ট কোনো ধরণের ওয়েবসাইট বানানু টিউটোরিয়াল না। আশাকরি পুস্টটির সাহায্যে সকল ধরণের পিএইচপি ওয়েবসাইট বানানু প্রাথমিক স্টেপ/ধাপ গুলা শিখতে পারবেন। নিম্নে বিস্তারিত > পিএইচপি ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগবে পিএইচপি ওয়েবসাইট তৈরি করতে আপনার প্রথমে হোস্টিং লাগবে। হোস্টিং কোথায় পাবেন? হোস্টিং কোম্পানির কাছ থেকে একটা হোস্টিং পেকেজ কিনতে পারেন। এছাড়াও ফ্রি হোস্টিং আছে যেটার জন্য কোনো টাকা পয়সা ছাড়াই ফ্রি ওয়েবসাইট করতে পারবেন। হোস্টিং কেনা বা ফ্রি হোটিংয়ের একাউন্ট করার পর তারা আপনাকে ইমেইল করে Cpanel এর Username ও Password দিবে। সাথে FTP Host Name, User Name, Passwords দিবে ( Cpanel Username ও password প্রায় FTP Usern...