Recent Posts

মোবাইল দিয়ে সম্পূর্ণ পিএইচপি ওয়েবসাইট (PHP Website) তৈরি করেন! - By FtpCafe FTP Client

ওয়েবসাইট পিএইচপি তৈরি করা
আমাদের অনেকেরই কম্পিউটার নেই। আর কম্পিউটার ছাড়া সম্পুর্ণ একটা ওয়েবসাইট তৈরি করা অনেক কঠিন বেপার বটে। তাহলে কি আমরা বসে থাকব? না, এটা বসে থাকার যুগ নয়। আপনার হাতের স্মার্টফোন দিয়েই একটি সম্পুর্ণ পিএইচপি ওয়েবসাইট বানাতে পারেন। ওয়েবসাইটের সকল কাজ A to Z মোবাইল দিয়ে করা যায়। আমি এই পুস্টে আপনাদের দেখাবে কিভাবে মোবাইল দিয়ে সেকোনো ধরণের পিএইপি ওয়েবসাইট বানাবেন। এই পুস্টটি নির্দিষ্ট কোনো ধরণের ওয়েবসাইট বানানু টিউটোরিয়াল না। আশাকরি পুস্টটির সাহায্যে সকল ধরণের পিএইচপি ওয়েবসাইট বানানু প্রাথমিক স্টেপ/ধাপ গুলা শিখতে পারবেন। নিম্নে বিস্তারিত >

পিএইচপি ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগবে

পিএইচপি ওয়েবসাইট তৈরি করতে আপনার প্রথমে হোস্টিং লাগবে। হোস্টিং কোথায় পাবেন? হোস্টিং কোম্পানির কাছ থেকে একটা হোস্টিং পেকেজ কিনতে পারেন। এছাড়াও ফ্রি হোস্টিং আছে যেটার জন্য কোনো টাকা পয়সা ছাড়াই ফ্রি ওয়েবসাইট করতে পারবেন। হোস্টিং কেনা বা ফ্রি হোটিংয়ের একাউন্ট করার পর তারা আপনাকে ইমেইল করে Cpanel এর Username ও Password দিবে। সাথে FTP Host Name, User Name, Passwords দিবে ( Cpanel Username ও password প্রায় FTP Username ও password সেইম হয়)।

- বিঃদ্রঃ এখানে যেহেতু শিখবেন তাই আমার রিকমেন্ড হল ফ্রি হোস্টিং একাউন্ট করে নিন। একাউন্ট করার পর ইমেইল ভেরিভাই করতে হবে। তারপর তারা Username ও password দিবে Cpanel, FTP এর জন্য। ফ্রি হোস্টিং একাউন্ট করতে এখানে ক্লিক করেন। ড্রাইভহোস্টবিডি থেকে ফ্রি নিয়ে হোস্টিংয়ে পিএইপি সহ যেকোনো ধরণে ওয়ার্ডপ্রেস সাইট বানাতে পারবেন।

ওয়েবসাইটের জন্য হোস্টিং নেওয়ারপর। এবার আপনার ওয়েবসাইট হোস্টিংয়ে আপলোড করতে হবে। পিএইচপি ওয়েবসাইট মূলত পিএইচিপি স্কিপ্ট দিয়ে তৈরি করতে হয়। তাই আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য পিএইচপি স্ক্রিপ্ট বানাতে হবে অথবা যেধরণের ওয়েবসাইট তৈরি করবেন ঐ ধরেণ স্ক্রিপ্ট এফটিপি সার্ভারে আপলোড করতে হবে।

এখন প্রশ্ন হল স্ক্রিপ্ট কোথায় পাবেন অথবা কিভাবে স্ক্রিপ্ট বানাবেন এগুলা বিস্তারিত এই পুস্টে বলতে পারব না। আপাতত গুগল থেকে "Sumirbd Grabber php Script" ডাউনলোড করে নিতে পারেন। সময় পেলে অন্য দিন এবিষয়ে বিস্তারিত পুস্ট দিব।

এবার আসি মূল ধাপে। হোস্টিং রেডি + PHP Script রেডি করার পর। এখন স্ক্রিপ্ট বা ওয়েবসাইট হোস্টিয়ে আপলোড করতে হবে। এজন্য FTP অ্যাপ ব্যবহার করতে হবে।এখান থেকে FtpCafe অ্যাপটি ডাউনলোড করে আসেন

FtpCafe FTP Client -এর ফিউচার সহমূহঃ

- খুব সিম্পল ও সহজ এফটিপি মেনেজ সিস্টেম।
- এফটিপিএস (Implicit and Explicit FTP over SSL) সাপুর্ট।
- এসএসটিপিএস (FTP over SSH) Login ও password or RSA/DSA OpenSSL (Traditional SSLeay PEM), ConnectBot (PKCS#8 PEM) প্রাইভেট কে সহ।
- মাল্টি ফাইল এবং ফোল্ডার/ডাইরেক্টরি ট্রান্সফার।
- রিসাম/পিউজ ট্রান্সফার সাপুর্ট।
- ফাইল ডিলেট, রিনেইম, মার্ক, এডিট সাপুর্ট।
- ব্যবহার সহজ ও সিম্পল।

কিভাবে FtpCafe ব্যবহার করবেন

অ্যাপটি ওপেন করে New লেখাতে ক্লিক করেন।

তারপর বক্স গুলার হোস্টিংয়ের সঠিক তথ্য দিয়ে পূরন করেন।

পূরণ করার পর সেইভ দেন। সেইভ দিলে আপনার নতুন তৈরি করা প্রোফাইলের নাম দেখাতে পারবেন।

এখন, Connect এ ক্লিক করে। কানেক্ট হওয়ার পর ওয়েবসাইয়ের মেইন ডাইরেক্টরি দেখাবেন। যেমন- htdocs অথবা public_html।

Htdocs ডাইরেক্টরিতে ক্লিক করেন, ওপেন করেন। এখানেই মূল ওয়েবসাইট বা স্ক্রিপ্ট আপলোড করতে হবে।

Local ক্লিক করে স্ক্রিপ্ট - এর ফাইল গুলা মার্ক করে আপলোড -এ ক্লিক করতে হবে। ( স্ক্রিপ্ট Zip ফাইল Unzip করে রাখতে হবে)


স্ক্রিপ্ট আপলোড শেষ হলে। Ok লেখাতে ক্লিক করেন। কাজ শেষ। এখন ওয়েবসাইট ভিজিট করে দেখে নিন।

ফ্রি হোস্টিং একাউন্ট খুললে ফ্রি সাব ডোমাইন পাবেন। ডোমাইন যুক্ত করা না হলে ওয়েবসাইট সাবডোমাইন দিয়ে ভিজিট করা যায়।

নিজের ডোমাইন থাকলে ডোমাইনটির NS সার্ভার হোটিংয়ের NS সার্ভার অনুযায়ী চেনজ করেন। তারপর Cpanel এ লগইন করে, সাবডোমেইনেই নিজের ডোমাইন Park করে নিতে নিন।

ধন্যবাদ।।

Comments

Popular posts from this blog

How to do Velocity Edit on CapCut

Asus ROG Phone 6D Ultimate price in Bangladesh 2022 & Specifications

Tip Tip Barsa Paani Trending Capcut Template Download link TikTok