মোবাইল ফোনের আবিষ্কারক বা জনক কে ও তাঁর সম্পর্কে বিস্তারিত
আপনার হাতের মোবাইল ফোনটির জনক কে বা আবিষ্কার কে তা কি জানেন। অনেকেই জানেন না হয়ত। আমাদের এই গুরুত্বপূর্ণ যন্ত্রটির জনক সম্পর্কে জেনে রাখা উচিত। তাহলে জেনে নিন কে তিনি, প্রযুক্তির এই মহামূল্যবান যন্ত্র সেল ফোনের আবিষ্কারক বা জনক হলেন মার্টিন কুপার (ইংরেজি : Martin "Marty" Cooper;
জন্ম : ২৬ ডিসেম্বর, ১৯২৮ ) ।
মার্টিন কুপার ১৯৫০ সালে ইলিনয়িস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে
স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি স্নাতক ডিগ্রী শেষে কোরিয়ার যুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীর সংরক্ষিত বাহিনীতে সাবমেরিন অফিসার হিসাবে কাজ করেছেন। ১৯৫৭ সালে আইআইটি থেকেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ২০০৪ সালে এখান থেকেই সম্মানেরসহিত ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন। মার্টিন কুপার দাম্পত্য সঙী হিসাবে বিশিষ্ট উদ্যোক্তা, আবিষ্কারক, বিনিয়োগকারী এবং নীতি পরামর্শক ও তারবিহীন মোবাইলের ফার্স্ট লেডি হিসেবে পরিচিত আর্লিন হ্যারিসকে বিয়ে করেন। কর্মজীবনে তিনি ১৯৭০-এর দশকে মোটোরোলা কোম্পানীতে কর্মরত অবস্থায় প্রথমবারের মতো হাতের মুঠোয় মোবাইল ফোন থেকে কথা বলেন এবং এর উন্নয়নে কাজ করে যান। এরপর একে বাজারে বিক্রিয়জাত করেন। এরফলে তিনি বৈশ্বিকভাবে সেল ফোনের বা মোবাইল ফোনের জনকের মর্যাদা পান। এছাড়াও তিনি আধুনিক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে জনসমক্ষে মোবাইল ফোনধারী হয়ে আছেন। তাঁর স্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়িক অংশীদার আর্লিন হ্যারিসের সাথে অনেকগুলো যোগাযোগ বিষয়ক কোম্পানী গঠন করেন। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার দেল মার এলাকায় অবস্থিত ডায়না এলএলসি কোম্পানীর সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও, ফেডারেল কমিউনিকেশন্স কমিশন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত রয়েছেন কুপার।
সূত্র- উইকিপিডিয়া || ফটো- https://en.m.wikipedia.org/wiki/File:Martin_Cooper,_Two_Antennas,_October_2010.jpg
জন্ম : ২৬ ডিসেম্বর, ১৯২৮ ) ।
মার্টিন কুপার ১৯৫০ সালে ইলিনয়িস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে
স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি স্নাতক ডিগ্রী শেষে কোরিয়ার যুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীর সংরক্ষিত বাহিনীতে সাবমেরিন অফিসার হিসাবে কাজ করেছেন। ১৯৫৭ সালে আইআইটি থেকেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ২০০৪ সালে এখান থেকেই সম্মানেরসহিত ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন। মার্টিন কুপার দাম্পত্য সঙী হিসাবে বিশিষ্ট উদ্যোক্তা, আবিষ্কারক, বিনিয়োগকারী এবং নীতি পরামর্শক ও তারবিহীন মোবাইলের ফার্স্ট লেডি হিসেবে পরিচিত আর্লিন হ্যারিসকে বিয়ে করেন। কর্মজীবনে তিনি ১৯৭০-এর দশকে মোটোরোলা কোম্পানীতে কর্মরত অবস্থায় প্রথমবারের মতো হাতের মুঠোয় মোবাইল ফোন থেকে কথা বলেন এবং এর উন্নয়নে কাজ করে যান। এরপর একে বাজারে বিক্রিয়জাত করেন। এরফলে তিনি বৈশ্বিকভাবে সেল ফোনের বা মোবাইল ফোনের জনকের মর্যাদা পান। এছাড়াও তিনি আধুনিক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে জনসমক্ষে মোবাইল ফোনধারী হয়ে আছেন। তাঁর স্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়িক অংশীদার আর্লিন হ্যারিসের সাথে অনেকগুলো যোগাযোগ বিষয়ক কোম্পানী গঠন করেন। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার দেল মার এলাকায় অবস্থিত ডায়না এলএলসি কোম্পানীর সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও, ফেডারেল কমিউনিকেশন্স কমিশন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত রয়েছেন কুপার।
সূত্র- উইকিপিডিয়া || ফটো- https://en.m.wikipedia.org/wiki/File:Martin_Cooper,_Two_Antennas,_October_2010.jpg
Comments
Post a Comment