Posts

Showing posts from September, 2017

Recent Posts

ওয়ালটন ৪জি ও ফ্রিন্গারপ্রিন্ট সাপুর্টেড মোবাইল (Walton Primo H6+)

Image
বর্তমানে বাংলাদেশে ওয়ালটন মোবাইলের বাজার ভাল। ওয়ালটন একের পর এক নতুন মডেলের মোবাইল হ্যান্ডসেট বাজারে ছাড়ছে। ফ্রিন্গারপ্রিং ও ৪জি সমর্থিত হ্যান্ডসেট আছে অনেক গুলা তবে আমি আজ আপনাদের সাথে ওয়ালটন এইচ ৬ প্লাস (Walton Primo H6+) ফোনটি নিয়ে আলোচনা করব। ওয়ালটন এইচ ৬ প্লাস ফোনটিতে আছে নাউগ্যাট অ্যাড্রয়েড ৭.০ ভার্সনের অপারেটিং সিস্টেম। ৪ কোর বিশিষ্ট প্রসেসর যার ডাটা প্রসেসিং স্পিড 1.3GHz। জিপিইউ Mali-T720 দ্বারা তৈরি। ৩ জিবি র‍্যাম যা দিয়ে ফোনটি বড় সাইজের এপ - গেইম সহজেই চালাতে পারবেন। এছাড়া সেট স্ট্রোরেজ ১৬ জিবি। এছাড়া ১২৪ জিবি পর্যন্ত মেমরি কার্ড লাগিয়ে চালাতে পারবেন। হাইব্রিড সিম সাপুর্ট করে। ডুয়াল সিম একই সাথে ৩জি ও ৪জি চলবে। ফোন সেটিতে ৫.৫ ইঞ্চি এইচডি আইপিএস 2.5D Curved Glass ডিসপ্লে আছে। রেজুলেশন ১২৮০ * ৭২০ পিক্সেল। কেমেরা ১৩ মেগাপিক্সেল সেল্ফির জন্য আছে ৮ মেগাপিক্সেল কেমেরা। ফোনটিতে আরও আছে ৩০০০ এমএএইচ ব্যাটারি। যার ব্যাকআপ মোটামুটি ভাল। এছাড়া ওল্যান b/g/n (Wi-Fi), ব্লুথুত V4, মাইক্রো ইউএসবি V2, ওল্যান Hotspot, OTA, OTG। বাজারে ফোনটির দাম ১১,৯৯০ টাকা মাত্র। এই দামে এই ফিউচারের

কিভাবে আপনার পছন্দের মোবাইল বাজার থেকে বেছে নিবেন

Image
মোবাইল ফোন বর্তমানে আমাদের অবসর ও বিনোদনের সাথী। তাই বাজার বা মার্কেটে যাবেন হুট করে কিনে নিয়ে আসবেন তারপর কয়েকদিন ব্যবহার করে দেখবেন যে মোবাইলটি আপনার জন্য ভাল হয়নি, যেমনটা চেয়েছিলেন তেমন টা হয় নি বা বিভিন্ন সমস্যা। এজন্য দরকার সঠিক গাইড লাইন বা কিছু অতি গুরুত্বপূর্ণ টিপস। কেননা একটি মোবাইল ফোন কয়েক দিন ব্যবহারের জন্য কিনবেন না। এটা আপনি অনেক দিন ব্যবহার করবেন, গেইম খেলবেন, ছবি দেখবেন, গান শুনবেন, ফেসবুক চালাবেন, মেসেজিং করবেন এছাড়াও অনেক কাজে ব্যবহার করবেন সেই মোবাইল ফোনটি। তাই দেখে নিন মোবাইল ক্রয় বা কিনার জন্য কি কি খেয়াল রাখবেন। ১। বাজেটঃ প্রথমে আপনার চাহিদা ও প্রয়োজন অনুযায়ী বাজেট ঠিক করতে হবে। যেমন, আপনি গেইম খেলব ও মেসেজিং করবেন। তাহলে ভাল মানে Android গেইম খেলার জন্য ২ জিবি র‍্যাম সর্বনিম্ন প্রয়োজন। বাজারে ২ জিবি র‍্যামের সিম্পনি ও ওয়াল্টন মোবাইল হ্যান্ডসেটের দাম ১০,০০০ টাকা প্রায়। এর জন্য আপনার বাজেট ১০ হাজার টাকা হতে হবে। তবে নোকিয়া, শাওমি, স্যামসাং ইত্যাদি ব্যান্ডের ২জিবি র‍্যাম ওয়ালা মোবাইল কিনতে গেলে ১২ হতে হবে বাজেট কারণ এগুলার দাম দেশি ব্যান্ড সিম্পনী ও ওয়াল্

অসাবধানতা বশত ফোন পানিতে পরেছ? এখন যা করবেন।

Image
অসাবধানতা বা হঠাৎ করেই আপনার প্রয়োজনীয মূল্যবান মোবাইল ফোনটি পানিতে পরে গেল। সাধারণ ভাবেই মহারাজ্যের চিন্তা আর সেই সাথে বিরক্তি ভর করবে আপনার উপর। কিন্তু এরপরেই নিশ্চয়ই যে চিন্তাটুকু আপনার মাথায় আসবে তা হচ্ছে ‘মেকার এর কাছে নেয়া’। তবে কিছু ব্যবস্থার মাধ্যমে অনেক ক্ষেত্রেই নিজেই পানিতে পরে যাওয়া মোবাইল কিছুটা হলেও ভালো কন্ডিশনে নিয়ে আসা যায়, অন্তত মারাত্নক ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়। চলুন, এরকম কিছু টিপস আপনাদের সাথে আজ শেয়ার করি। মনে রাখবেন, পদ্ধতি গুলো বেসিক পর্যায়ের এবং যেহে সবাই মোবাইল সার্ভিসিং-এর কাজ জানিনা তাই অন্তত এই পদ্ধতিগুলো অনুসরণের মাধ্যমে ডিভাইসটিকে সর্বোচ্চ ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবেন: ১। যত দ্রুত সম্ভব আপনার ফোনটি পানি থেকে তোলার ব্যবস্থা নিন। কারণ বিভিন্ন রকম পোর্ট যেমন, হ্যান্ডস ফ্রি কিট, মাইক্রোফোনের ছোট্ট ছিদ্র, চার্জিং বা ইউএসবি ক্যাবলের পোর্ট – ইত্যাদির মাধ্যম খুব কম সময়েই অনেক পানি আপনার মোবাইল ফোনের মধ্যে প্রবেশ করত পারে খুব অল্প সময়ের মধ্যেই। তাই যত দ্রুত সম্ভব আপনার মোবাইল ফোনটি পানি থেকে তুলুন এবং বন্ধ করে দিন (সুইচ অফ করুন) সাথে সাথে

বৃষ্টি থেকে ফোন বাঁচাতে ওয়াটার প্রুফ না প্রটেকশন

Image
হঠাৎ বৃষ্টি নামার পারফেক্ট সময় তো এখনই! ফোনটা কীভাবে সামলাবেন? ভেবে দেখেছেন কি? একবার বৃষ্টির কবলে পড়েছেন, তো সবকিছুর আগে বারোটা বাজবে আপনার ফোনের। বৃষ্টির কারণে সর্দি-কাশি বা জ্বর হলে যতটা না খারাপ লাগে, তার চেয়ে বেশি খারাপ লাগে যখন শখের ফোনটি পানির কবলে পড়ে। উপায় তো দুটি’ই আছে! ওয়াটারপ্রুফ ফোন কিনুন, আর নাহলে ইউজ করুন প্রোটেকশন! বর্তমান বাজারের ওয়াটারপ্রুফ কিং ফোনগুলোর লিস্ট দেখে নিন- ১। স্যামসাং Galaxy S8/S8 Plus ২। এলজি G6 ৩। সনি Xperia XZ/XZ Premium ৪। স্যামসাং Galaxy S7/S7 Edge ৫। এইচটিসি U11 ৬। আইফোন 7/7 Plus এবার আসুন দেখে নেয়া যাক ফোনগুলো কোন কোন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে- - পানিতে পড়ে গেলে কোনো ক্ষতি হবে না। - লম্বভাবে পানিতে পড়ে গেলেও ১৫° ঘেরে পড়া পর্যন্ত কোনো ক্ষতি হবে না। - লম্বভাবে ৬০° পর্যন্ত স্প্রে হিসাবে পড়ে যেতে পারে। - বিপরীত ঘেরে যেকোনো দিক থেকে পানি ছিটিয়ে দেয়া যায়। - যেকোনো দিক থেকে নজেলের (৬.৩ মিলিমিটার) সাহায্যে ঘেরের বিপরীতে পানি প্রদর্শন করানো যায়। - যেকোনো নির্দেশনা থেকে শক্তিশালী জেটের সাহায্যে (১২.৫ মিলিমিটার নজেল