ওয়ালটন ৪জি ও ফ্রিন্গারপ্রিন্ট সাপুর্টেড মোবাইল (Walton Primo H6+)
বর্তমানে বাংলাদেশে ওয়ালটন মোবাইলের বাজার ভাল। ওয়ালটন একের পর এক নতুন মডেলের মোবাইল হ্যান্ডসেট বাজারে ছাড়ছে। ফ্রিন্গারপ্রিং ও ৪জি সমর্থিত হ্যান্ডসেট আছে অনেক গুলা তবে আমি আজ আপনাদের সাথে ওয়ালটন এইচ ৬ প্লাস (Walton Primo H6+) ফোনটি নিয়ে আলোচনা করব। ওয়ালটন এইচ ৬ প্লাস ফোনটিতে আছে নাউগ্যাট অ্যাড্রয়েড ৭.০ ভার্সনের অপারেটিং সিস্টেম। ৪ কোর বিশিষ্ট প্রসেসর যার ডাটা প্রসেসিং স্পিড 1.3GHz। জিপিইউ Mali-T720 দ্বারা তৈরি। ৩ জিবি র্যাম যা দিয়ে ফোনটি বড় সাইজের এপ - গেইম সহজেই চালাতে পারবেন। এছাড়া সেট স্ট্রোরেজ ১৬ জিবি। এছাড়া ১২৪ জিবি পর্যন্ত মেমরি কার্ড লাগিয়ে চালাতে পারবেন। হাইব্রিড সিম সাপুর্ট করে। ডুয়াল সিম একই সাথে ৩জি ও ৪জি চলবে। ফোন সেটিতে ৫.৫ ইঞ্চি এইচডি আইপিএস 2.5D Curved Glass ডিসপ্লে আছে। রেজুলেশন ১২৮০ * ৭২০ পিক্সেল। কেমেরা ১৩ মেগাপিক্সেল সেল্ফির জন্য আছে ৮ মেগাপিক্সেল কেমেরা। ফোনটিতে আরও আছে ৩০০০ এমএএইচ ব্যাটারি। যার ব্যাকআপ মোটামুটি ভাল। এছাড়া ওল্যান b/g/n (Wi-Fi), ব্লুথুত V4, মাইক্রো ইউএসবি V2, ওল্যান Hotspot, OTA, OTG। বাজারে ফোনটির দাম ১১,৯৯০ টাকা মাত্র। এই দামে এই ফিউচারের...