Recent Posts

বৃষ্টি থেকে ফোন বাঁচাতে ওয়াটার প্রুফ না প্রটেকশন

বৃষ্টি থেকে ফোন
হঠাৎ বৃষ্টি নামার পারফেক্ট সময় তো এখনই! ফোনটা কীভাবে সামলাবেন? ভেবে দেখেছেন কি?

একবার বৃষ্টির কবলে পড়েছেন, তো সবকিছুর আগে বারোটা বাজবে আপনার ফোনের। বৃষ্টির কারণে সর্দি-কাশি বা জ্বর হলে যতটা না খারাপ লাগে, তার চেয়ে বেশি খারাপ লাগে যখন শখের ফোনটি পানির কবলে পড়ে।

উপায় তো দুটি’ই আছে! ওয়াটারপ্রুফ ফোন কিনুন, আর নাহলে ইউজ করুন প্রোটেকশন!

বর্তমান বাজারের ওয়াটারপ্রুফ কিং ফোনগুলোর লিস্ট দেখে নিন-

১। স্যামসাং Galaxy S8/S8 Plus

২। এলজি G6

৩। সনি Xperia XZ/XZ Premium

৪। স্যামসাং Galaxy S7/S7 Edge

৫। এইচটিসি U11

৬। আইফোন 7/7 Plus

এবার আসুন দেখে নেয়া যাক ফোনগুলো কোন কোন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে-

- পানিতে পড়ে গেলে কোনো ক্ষতি হবে না।

- লম্বভাবে পানিতে পড়ে গেলেও ১৫° ঘেরে পড়া পর্যন্ত কোনো ক্ষতি হবে না।

- লম্বভাবে ৬০° পর্যন্ত স্প্রে হিসাবে পড়ে যেতে পারে।

- বিপরীত ঘেরে যেকোনো দিক থেকে পানি ছিটিয়ে দেয়া যায়।

- যেকোনো দিক থেকে নজেলের (৬.৩ মিলিমিটার) সাহায্যে ঘেরের বিপরীতে পানি প্রদর্শন করানো যায়।

- যেকোনো নির্দেশনা থেকে শক্তিশালী জেটের সাহায্যে (১২.৫ মিলিমিটার নজেল) পানি প্রদর্শন করা যাবে।

- নিমজ্জন ৩০ মিনিটে ১ মিটার পর্যন্ত।

- নিমজ্জন এক মিটার বা তারও বেশি (সঠিক বিবরণের উপর পরিবর্তিত হতে পারে)

ফোনগুলোর দাম অনেকেরই সাধ্যের বাইরে মনে হতে পারে। এইক্ষেত্রে ওয়াটারপ্রুফ ফোন কেনার পরিবর্তে আপনার বর্তমান ফোনটিকে প্রোটেক্ট করার চিন্তাও করতে পারেন।

- বাজারে যেসব পলিব্যাগ পাওয়া যায়, সেরকম একটি সঙ্গে রাখুন। বৃষ্টির মধ্যে আপনার স্মার্টফোনের রক্ষাকবচ হতে পারে এই পলিব্যাগ।

- বাজার থেকে ওয়াটারপ্রুফ মোবাইল ফোনের পাউচ কভার কিনে নিন। বৃষ্টিতে আপনার স্মার্টফোনটিকে এই কভারের ভিতর রাখুন। মোবাইল খারাপ হয়ে যাওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। ২০০ থেকে ১০০০ টাকার মধ্যেই পাউচগুলো পেয়ে যাবেন। অনেক পাউচে ফোন ঢুকিয়ে ক্যামেরা দিয়ে ছবি তোলারও অপশন থাকে।

তাহলে আর বৃষ্টি নিয়ে চিন্তা কী? স্মার্টফোনের সাথে স্মার্টনেস অলওয়েজ On, টেনশন Gone!

Comments

Popular posts from this blog

How to do Velocity Edit on CapCut

Asus ROG Phone 6D Ultimate price in Bangladesh 2022 & Specifications

Tip Tip Barsa Paani Trending Capcut Template Download link TikTok