Recent Posts

ওয়ালটন ৪জি ও ফ্রিন্গারপ্রিন্ট সাপুর্টেড মোবাইল (Walton Primo H6+)


বর্তমানে বাংলাদেশে ওয়ালটন মোবাইলের বাজার ভাল। ওয়ালটন একের পর এক নতুন মডেলের মোবাইল হ্যান্ডসেট বাজারে ছাড়ছে। ফ্রিন্গারপ্রিং ও ৪জি সমর্থিত হ্যান্ডসেট আছে অনেক গুলা তবে আমি আজ আপনাদের সাথে ওয়ালটন এইচ ৬ প্লাস (Walton Primo H6+) ফোনটি নিয়ে আলোচনা করব।

ওয়ালটন এইচ ৬ প্লাস ফোনটিতে আছে নাউগ্যাট অ্যাড্রয়েড ৭.০ ভার্সনের অপারেটিং সিস্টেম। ৪ কোর বিশিষ্ট প্রসেসর যার ডাটা প্রসেসিং স্পিড 1.3GHz। জিপিইউ Mali-T720 দ্বারা তৈরি। ৩ জিবি র‍্যাম যা দিয়ে ফোনটি বড় সাইজের এপ - গেইম সহজেই চালাতে পারবেন। এছাড়া সেট স্ট্রোরেজ ১৬ জিবি। এছাড়া ১২৪ জিবি পর্যন্ত মেমরি কার্ড লাগিয়ে চালাতে পারবেন। হাইব্রিড সিম সাপুর্ট করে। ডুয়াল সিম একই সাথে ৩জি ও ৪জি চলবে।

ফোন সেটিতে ৫.৫ ইঞ্চি এইচডি আইপিএস 2.5D Curved Glass ডিসপ্লে আছে। রেজুলেশন ১২৮০ * ৭২০ পিক্সেল। কেমেরা ১৩ মেগাপিক্সেল সেল্ফির জন্য আছে ৮ মেগাপিক্সেল কেমেরা।

ফোনটিতে আরও আছে ৩০০০ এমএএইচ ব্যাটারি। যার ব্যাকআপ মোটামুটি ভাল। এছাড়া ওল্যান b/g/n (Wi-Fi), ব্লুথুত V4, মাইক্রো ইউএসবি V2, ওল্যান Hotspot, OTA, OTG।

বাজারে ফোনটির দাম ১১,৯৯০ টাকা মাত্র। এই দামে এই ফিউচারের ফোন অসাধারণ বলা যেতে পারেন। কম দামে বেশি ফিউচার।

Comments

Popular posts from this blog

What is Skitto SIM? Skitto SIM price, Internet Offer & Balance Check

How to do SIM replacement & How much cost and required documents to do it? [BL, Airtel,GP, Robi & Teletalk]

Google Pixel 6 Pro Price in Bangladesh (Unofficial): গুগল পিক্সেল ৬ প্রো প্রাইজ ইন বাংলাদেশ