বাংলা লেখার সবচেয়ে বেস্ট কিবোর্ড - GBoard
অনেক ক্ষেত্রে হয় কি, আমরা সরাসরি বাংলা লিখি না। আমার বাংলা লিখি কিন্তু তা ইংরেজি অক্ষরে যাকে সাধারণত বলা হয় বাংলিশ। বাংলিশ লেখার অভ্যাসটা অনেক পুরনো অনেকের। এই বাংলিশ লেখা অনেকের কাছে সহজে বুধগম্য নয়। আর এই লেখার মাঝে কোন স্ট্যান্ডার্ড নাই। এক্ষেত্রে সমস্যাটা হয় তখন অপরপক্ষ ভালোভাবে বুঝে না যে, আসলে এখানে কি লেখা হচ্ছে বা কি বলা হয়েছে লেখাতে।
মোবাইল দিয়ে বাংলা লেখাটা অতটা সহজ নয় যতটা সহজ কম্পিউটার দিয়ে বাংলা লেখা । বাংলা লেখাটা কম্পিউটার দিয়ে সহজ তাও বলা যায় না। বাংলা লিখার সফটওয়্যার নিয়ে মোবাইলের সফটওয়্যার বিভাগে খুব বেশি কাজ হয়নি। যে কারণে বাংলা লেখার ভালো সফটওয়্যার অনলাইনে পাওয়া যায় না যেটা দিয়ে বাংলা লেখা গতিশীল ও সহজ হবে।
এই কিবোর্ড দিয়ে বাংলা লেখার একটি বিশেষ সুবিধা হচ্ছে- ইংরেজি অক্ষর দিয়ে বাংলা লেখা । যেমনটা রিদ্মিক কিবোর্ডে করা যায়। এখানে রিদ্মিক নিজেরটাই তো সহজে বাংলা লেখা যায় এ কিবোর্ড দিয়ে।
আরেকটা বিশেষ ফিউচার হচ্ছে যেটা আমি খুব বেশি ব্যবহার করি - ক্লিপবোর্ড। এ ক্লিপবোর্ড ফিউচার খুব বেশি ব্যবহার করি যখন একসাথে দুই তিনটা টেক্সট বা পোস্ট কপি করে রাখার প্রয়োজন পরে। আর কোন কিবোর্ড এ সুবিধাটা পায়নি।
আরেকটা বিশেষ ব্যবহৃত ফিউচার হচ্ছে- ভয়েস টাইপিং। ভয়েস টাইপিং দিয়ে বাংলা ইংলিশ যেকোনো ভাষায় সহজে টাইপিং করা যায়। টাইপিংয়ের গতি অনেক দ্রুত ও প্রায় নির্ভুল। কিছু কিছু শব্দ বুঝতে ভুল করে ,ভয়েস টাইপিং দিয়ে লেখা সময়। তবে এই ফিচারটা অনেক কাজের। বিশেষ করে আমার জন্য, আমি খুব বেশি এই ফিচারটা ব্যবহার করি।
আরো একটি কাজের ফিচার হচ্ছে - ট্রান্সলেশন বা অনুবাদ। বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা অনুবাদ করা যায় লেখার সময়ই সঙ্গে সঙ্গে। আলাদা করে লিখে ট্রান্সলেট করা ঝামেলা করতে হয় না। এক্ষেত্রে যেমন আপনি কোন এক জায়গায় ইংলিশে চ্যাট করতে চান। কিন্তু আপনি ইংলিশে খুব একটা ভালো না। আপনি এই পিকচারটি ব্যবহার করে বাংলায় লিখবেন। আপনার বাংলা লেখাগুলো সাথে সাথেই ইংলিশে ট্রান্সলেট হয়ে টাইপিং হয়ে যাবে।
Comments
Post a Comment