Recent Posts

এক বছর আগে ৮৫,০০০টাকা দিয়ে কেনা ই-বাইক কেমন সার্ভিস ফেলাম?


১ বছর আগে কিনেছিলাম ৮৫,০০০টাকা দিয়ে ।
প্রায় ৪০০০ কিলোমিটার চালানোর পর এর ভালো ও মন্দ দিক গুলো নিচে উল্লেখিত ।

ভালো দিক সমূহ :
* কোনো প্রকার দূষণ করে না ।
* আরামদায়ক ।
* ডাবল হাইড্রোলিক ডিস্ক ব্রেক ।
* 2000W শক্তিশালী মোটর ।
* Tubeless tires ।
* আকর্ষণীয় ডিজাইন ।
* পিছনে mono shock absorber অনেক ভালো ।

খারাপ দিক:
* ব্যাটারির আয়ু,শক্তি কম কিন্তু দাম আবার বেশি ( এটাই সবচেয়ে বড় সমস্যা )
* সামনের shock absorber ভালো না ।
* চার্জ হতে অনেক সময় লাগে ।
* মাইলেজ মাসে মাসে কমে যায় ।
* ব্যাটারির চার্জ কমে গেলে স্পীড কমে যায়।
* হেডলাইট জঘন্য ।
* দামের তুলনায় মান ভালো না ।
* দুজন বসলে চালাতে খুব কষ্ট হয় ।
* সতর্ক হয়ে ধোঁয়া মোছা করতে হয় ।

আমার মতামত :
১২ থেকে ১৫ টাকা খরচে ৯০ কিলোমিটার চলাচল করা যায় এটা সত্য ,কিন্তু খরচ পেট্রোল চালিত গাড়ির কাছাকাছি ।
গুণগত মান অনুযায়ী এই গাড়ির দাম ৬০/৬৫ হাজার হওয়া উচিৎ।

Comments

Popular posts from this blog

রিয়েলমি স্মার্টফোনের ওয়ারেন্টি সেবার জন্য সার্ভিস সেন্টার লিস্ট

How to do Velocity Edit on CapCut

বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সাইটসমূহের লিস্ট, দৈনিক ভিজিটর এবং মাসিক ইনকামসহ (১-১০)