Recent Posts

এক বছর আগে ৮৫,০০০টাকা দিয়ে কেনা ই-বাইক কেমন সার্ভিস ফেলাম?


১ বছর আগে কিনেছিলাম ৮৫,০০০টাকা দিয়ে ।
প্রায় ৪০০০ কিলোমিটার চালানোর পর এর ভালো ও মন্দ দিক গুলো নিচে উল্লেখিত ।

ভালো দিক সমূহ :
* কোনো প্রকার দূষণ করে না ।
* আরামদায়ক ।
* ডাবল হাইড্রোলিক ডিস্ক ব্রেক ।
* 2000W শক্তিশালী মোটর ।
* Tubeless tires ।
* আকর্ষণীয় ডিজাইন ।
* পিছনে mono shock absorber অনেক ভালো ।

খারাপ দিক:
* ব্যাটারির আয়ু,শক্তি কম কিন্তু দাম আবার বেশি ( এটাই সবচেয়ে বড় সমস্যা )
* সামনের shock absorber ভালো না ।
* চার্জ হতে অনেক সময় লাগে ।
* মাইলেজ মাসে মাসে কমে যায় ।
* ব্যাটারির চার্জ কমে গেলে স্পীড কমে যায়।
* হেডলাইট জঘন্য ।
* দামের তুলনায় মান ভালো না ।
* দুজন বসলে চালাতে খুব কষ্ট হয় ।
* সতর্ক হয়ে ধোঁয়া মোছা করতে হয় ।

আমার মতামত :
১২ থেকে ১৫ টাকা খরচে ৯০ কিলোমিটার চলাচল করা যায় এটা সত্য ,কিন্তু খরচ পেট্রোল চালিত গাড়ির কাছাকাছি ।
গুণগত মান অনুযায়ী এই গাড়ির দাম ৬০/৬৫ হাজার হওয়া উচিৎ।

Comments

Popular posts from this blog

How to do Velocity Edit on CapCut

Asus ROG Phone 6D Ultimate price in Bangladesh 2022 & Specifications

Tip Tip Barsa Paani Trending Capcut Template Download link TikTok