অ্যাডসেন্স বিষয়ে ৭ টা কমন প্রশ্নের উত্তর, যেগুলা বেশি ভাগ নতুন ব্লগারা করে থাকেন
বাংলা ব্লগে এখন থেকে এডসেন্স সাপুর্ট করে। বাংলা ব্লগে কিভাবে এডসেন্সে পাবেন, এবিষয়ে অনেকেই প্রশ্ন করছেন। তাদের এই প্রশ্নগুলা হতে কিছু কমন প্রশ্নের উত্তর তুলে ধরা হল। প্রশ্ন ১ঃ বাংলা ব্লগে এডসেন্সের জন্য কতটা পুস্ট লাগবে? এটা নিয়ে এডসেন্সের নীতিমালায় কিছু উল্লেখ নেই। তবে ৪০-৫০ টা পুস্ট করতে হবে। তবে সংখ্যার চেয়ে কুয়ালিটির গুরুত্ব বেশি। তাই তথ্যবহুল পুস্ট করুন। প্রশ্ন ২ঃ সাইটের বয়স কত দিন হতে হবে? ব্লগে কন্টেন্ট যোগ করার সময় থেকে ৬ মাস হলে ভাল। এই ৬ মাসে ভাল ভাল পুস্ট করেন। যদিও অনেকেই ১-২ মাসেই বাংলা ব্লগে এডসেন্স পেয়েছে। কিন্তু তারা হুড়া করে এডসেন্স পেলেও পর্যাপ্ত পরিমাণ পুস্ট ও ভিজিটর না থাকলে এডসেন্স পেলেও লাভ হবে না। প্রশ্ন ৩ঃ প্রতি পুস্টে ওয়ার্ডসংখ্যা কত হতে হবে? এবিষয়ে নিদিষ্ট কোনো নিয়ম নেই। তবে ২৫০ ওয়ার্ড -এর উপরে রাখার চেষ্টা করবেন। প্রশ্ন ৪ঃ আমার ইউটিউব এডসেন্স আছে, আমি কিভাবে আমার ব্লগে এটা ব্যবহার করব? ব্লগে ব্যবহার করার জন্য একাউন্ট আপগ্রেড করতে হবে। একাউন্ট আপগ্রেড করার জন্য ব্লগ লিনক দিবেন, তারপর কোড ব্লগে বসাতে হবে। প্রশ্ন ৫ঃ এডসেন্স এপ্লিকেশন সাবমিট করার কত দিনে ম...