কিভাবে ফেসবুক টাইমলাইন পুস্ট ও ফটোতে লাইক বাড়াবেন
এখন সবারই একটা করে ফেসবুক একাউন্ট আছে আর সবারই ইচ্ছা থাকে যে, আমার ফেসবুক টাইমলাইন পুস্টে / ছবিতে অন্য জনের মত হাজারটা করে লাইক থাকবে। অনেকেই অনেক চেষ্টা করেও লাইক বাড়াতে পাড়েন না। তাই অনেকেই প্রশ্ন করেন, ভাই ফেসবুকে লাইক বাড়াব কিভাবে? খুব সহজে লাইক পাব কিভাবে? তাই তাদের জন্য আজ লিখছি কিভাবে ফেসবুক পুস্টে লাইক বাড়াবার সহজ পদ্ধতি (যাদের ফ্রেন্ড বাড়িয়েও সেই হারে লাইক বাড়েনি তাদের জন্য)
প্রথমে ফেসবুকে এমন কারু প্রোফাইলে যান যাদের পুস্ট বা ফটোতে ২০০+ লাইক আছে।
এখন তার পুস্ট থেকে যারা লাইক করেছে তাদের ফ্রেন্ড রিকুয়েস্ট দিন।
বিঃদ্রঃ আপনি যদি মহিলা হন তাহলে মহিলাদের প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট দিবেন আর পুরুষ হলে অন্য পুরুষদের প্রোফাইল থেকে রিকুয়েস্ট দিবেন। কমেন্ট পেতে যারা কমেন্ট করে তাদের দেখে রিকুয়েস্ট দিন।
যারা ফ্রেন্ড বাড়াতে চান না বা অপরিচিত লোক ফেসবুকে ফ্রেন্ড হিসাবে যোগ করতে না। তারা টাইমলাইনে লাইক নিচের টিপস অনুসরণ করেনঃ
১। ফেসবুকে ফটো লাইক বেশি পাওয়া যায়। এজন্য নিয়ম করে ১ টি করে পিক আলোড করবেন। ফটোতে পুস্ট থেকে ৬৫% বেশি লাইক পাওয়া যায়।
২। পুস্ট ছোট করে লিখবেন। গঠনমূলক সমালোচনা হলে ভাল কমেন্ট লাইক পাবেন।
৩। আলোচিত টপিক নিয়ে পুস্ট করতে করবেন।
৪। খুবই ব্যক্তিগত বিষয়ে পুস্ট করবেন না।
৫। সকাল ৬:০০টা তগেকে ৮:৩০টা এর ভেতর, বিকাল ৪:০০টা থেকে ১১:০০টার মধ্যে পুস্ট করতে চেষ্টা করবে অথবা যে সময়ে সর্বোচ্চ সংখক বন্ধু অনালাইনে থাকে সে সময়।
Comments
Post a Comment