Recent Posts

বাজারে আসছে ভিভোর এক্স-সিরিজের নতুন ফোন: VIVO X80 Pro Plus



Vivo X80 এবং vivo X80 Pro এই বছরের শুরুতে স্মার্টফোনের বাজারে আসার  পর। এখন আমাদের চোখ X80 গ্রুপের তৃতীয় ফোনের দিকে ঘুরানোর সময়। একটি বিশ্বস্ত ব্লগের সুত্র মতে নতুন এক্স-সিরিজ ডিভাইস সেপ্টেম্বরে বাজারে আসার  পথে। 

 X80-এর উষ্ণ অভ্যর্থনার পর, বাজার রিসার্চ সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ২০২২ সালের বছরের প্রথম ভাগে চীনের প্রিমিয়াম স্মার্টফোন বিভাগে বাজার শেয়ারের (১৩%) পরিপ্রেক্ষিতে ভিভো স্মার্টফোন কোম্পানি  দ্বিতীয় স্থানে থাকছে । কোম্পানির লক্ষ্য আসন্ন X80 Pro+ ফোনের সাথে তার X80 এবং X80 Pro-এর ভাল কম্বিনেশন  তৈরি করা।

 X80 Pro+ একটি আপগ্রেড ক্যামেরা সেটআপের পাশাপাশি সর্বশেষ Snapdragon 8+ Gen 1 চিপসেটের সাথে বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। আরও ধারণা করা হচ্ছে  X80 Pro+ -এর মধ্যে 50MP Samsung ISOCELL JN1 (1/2.76", 0.64 μm পিক্সেল সাইজ) এবং 50MP ISOCELL JN2 (1/1.12", 1.4um পিক্সেল সাইজ) মেইন কেমেরার সাথে এক্স৮০-তে  বিদ্যমান ৫০মেগাপিক্সেল এবং ৪৮ মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে।

Comments

Popular posts from this blog

রিয়েলমি স্মার্টফোনের ওয়ারেন্টি সেবার জন্য সার্ভিস সেন্টার লিস্ট

How to do Velocity Edit on CapCut

বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সাইটসমূহের লিস্ট, দৈনিক ভিজিটর এবং মাসিক ইনকামসহ (১-১০)