Recent Posts

দক্ষিণ কোরিয়াতে চাকরির লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সংক্রান্ত নোটিশ ২০২২



দক্ষিণ কোরিয়াতে চাকরির লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সংক্রান্ত নোটিশঃ 

১। কোরীয় ভাষা পারদর্শীদের প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন শুরু হবে ২৮ আগস্ট ২০২২ খ্রি. তারিখ (এক দিন) 

২। কোরীয় ভাষা অপারদর্শীদের প্রাথমিক নিবন্ধন শুরু হবে ২৯-৩১ আগস্ট ২০২২ খ্রি. তারিখ (তিন দিন)




জরুরি নোটিশ:
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মী ইপিএস-এর আওতায় নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২২ এর কার্যক্রমে কোরীয় ভাষা পারদর্শীদের মধ্যে যাদের কোরিয়া কর্তৃক প্রদত্ত এলিয়েন কার্ড আছে বা টপিক লেভেল-৩ বা তার উর্দ্ধে সম্পন্ন আছে, কেবল তাদের কোরীয় ভাষা শিক্ষা সনদের প্রয়োজন নেই।



বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড ২০২২ সালের কোরিয়ান ভিসা আবেদন পত্রের নিয়ম: কিভাবে পরীক্ষার অংশ গ্রহণ করবেন, কত মার্ক থাকবে ও কত টাকা ফি দিতে হবে তা নিম্নে বিস্তারিত উল্লেখ আছে। 





উপরে উল্লেখিত পিডিএফ  স্ট্যান্ডার টেক্সটবুক ফাইলটি লিংক দেওয়া হলো এখানে




Comments

Popular posts from this blog

Xiaomi Redmi Note 12 Review: A Budget-Friendly Mid-Range Phone with Solid Performance

All best grameenphone internet offers 2020 [New Stay Home MB Offer]

How to do Velocity Edit on CapCut