Recent Posts

সবদিক বিবেচনা এই বাজেটে বেস্ট চয়েস হতে পারে - Redmi Note 11


আমাদের যাদের ফোন কেনার বাজেট ১৭ হাজার টাকার আশেপাশে তারা Redmi Note 11 ফোনটি দেখতে পারেন। কেননা ফোনটা সবদিক বিবেচনা এই বাজেটে বেস্ট চয়েস হতে পারে। এর আগের Redmi Note 10 থেকে কিছুটা আপগ্রেড আছে Redmi Note 11 এর মধ্যে যদিও মেজর আপগ্রেড নাই। তারপরেও কিছু উল্লেখযোগ্য আপগ্রেড আছে। 



Redmi Note 11 এই ডিভাইস টি বলতে গেলে একদম পারফেক্ট নয় বলা যায়। তবে কিছু কিছু দিক দিয়ে ভালো আবার কিছু কিছু দিয়ে খারাপ। এর বিল কোয়ালিটি নিয়ে বলি তাহলে বলব খুবই ভালো। প্লাশপ্রুফ ডিজাইনের সাথে সামনে-পিছে গরিলা গ্লাস ৫। 




✓ ফোনটির ভাল দিক গুলো:
  
  ১। ম্যাট ফিনিশ এবং প্রিমিয়াম লুকসহ স্টাইলিশ ডুয়াল-গ্লাস ডিজাইন, IP53-রেটিং।
  ২। চমৎকার AMOLED স্ক্রিন, 90Hz সাপোর্ট ।
  ৩। ফাস্ট 33W চার্জিংসহ দুর্দান্ত ব্যাটারি লাইফ।
  ৪। লাউড স্টেরিও স্পিকার, ভালো অডিও কোয়ালিটি।
  ৫। 3.5 মিমি জ্যাক, এফএম রেডিও, এনএফসি, আইআর ব্লাস্টার, মাইক্রোএসডি স্লট।
  
 ✓ ফোনটির খারাপ বা দূর্বল দিক গুলো:
 
 ১। পুরানো ওএস - Android 11 ।
 ২। স্ন্যাপড্রাগন ৬৮০ এর কার্যক্ষমতার কিছুটা অভাব রয়েছে, বিশেষ করে জিপিইউ বা গেমিংয়ের বিভাগে।
  ৩। আল্ট্রাওয়াইড ক্যামেরা ভাল ছবি প্রধান করতে পারে না।
  ৪। মোটামুটি নাইট মোড এই সুবিধা শুধুমাত্র মেইন ক্যামেরাতেই প্রবেন। মেইন ক্যামেরা ছাড়া নাইট মোড নাই ।
  ৫। এই ফোনের ক্যামেরা দিয়ে 4K ভিডিও ক্যাপচার করা যায় না।


Popular posts from this blog

Xiaomi Redmi Note 12 Review: A Budget-Friendly Mid-Range Phone with Solid Performance

All best grameenphone internet offers 2020 [New Stay Home MB Offer]

How to do Velocity Edit on CapCut