Recent Posts

Realme 9 5G আসছে, ১৪৪ হার্জ ডিসপ্লে নিয়ে


ইতিমধ্যেই রিয়েলমী ৯ সিরিজের দুটি প্রো মডেলের পাশাপাশি ৯আই ফোন মার্কেট রিলিজ হয়েছে, কিন্তু এখনও রিয়েলমী ৯ বাজারে আসেনি। হ্যান্ডসেটটি গত বছরের মত Realme 8 এবং Realme 8 5G এর মতো দুটি ভার্শন - 4G এবং 5G-তে আসবে বলে জানা গেছে। এবং ৯১মোবাইল ওয়েবসাটের একটি  সূত্র অনুসারে, 5G মডেলে থাকবে 144Hz রিফ্রেশ রেইট সাপোর্টেড ডিসপ্লে


 ওয়েবসাইটটি একটি বিপণন চিত্র পেয়েছে যেখানে ডিভাইসটির ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেটের কথা উল্লেখ করা হয়েছে এবং বিষয়বস্তুর উপর নির্ভর করে যেটা সাতটি বিভিন্ন পর্যায়ে কাজ করবে। অবশ্যই, যেহেতু এটি একটি বাজেট হ্যান্ডসেট, ডিসপ্লে প্যানেলটি হবে আইপিএস এলসিডি (IPS LCD)।

পূর্ববর্তী বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সূত্রে জানা যায় যে, মোবাইলটিতে প্রসেসর হিসাবে থাকবে ডাইমেনসিটি ৮১০ ৫জি যা কমপক্ষে 6GB/128GB মেমরি ও ৫০০০ এমএএইচ ব্যাটারির থাকছে।

Comments

Popular posts from this blog

What is Skitto SIM? Skitto SIM price, Internet Offer & Balance Check

How to do SIM replacement & How much cost and required documents to do it? [BL, Airtel,GP, Robi & Teletalk]

রিয়েলমি স্মার্টফোনের ওয়ারেন্টি সেবার জন্য সার্ভিস সেন্টার লিস্ট