Recent Posts

আবারও গ্রাহকরা অবৈধ বা আনঅফিসিয়াল মোবাইল ফোন ক্রয় করে ব্যবহার করতে পারবেন


অনেক আগে থেকেই বলা হচ্ছিল যে অবৈধ বা আনঅফিসিয়াল ফোন গুলা বন্ধ হয়ে যাবে। বিশেষ করে বিষয়টা নিয়ে সাধারণ গ্রাহকরা অনেক দুশ্চিন্তায় ছিলেন। যাদের হাতে আনঅফিসিয়াল অবৈধ ফোন ছিল তারা অনেকটা দুশ্চিন্তায় ছিলাম যে, তাদের ফোনটি বন্ধ হবে কিনা।

 বৃহস্পতিবার, ২১ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে জানান, গ্রাহক ভোগান্তি বিবেচনায় অবৈধ বা আনঅফিসিয়াল কোনো মোবাইল ফোনই বন্ধ হবে না। এর আগে এ বিষয়ে নেয়া সিদ্ধান্তকে পরিবর্তন করছে সরকার।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, ১ অক্টোবরের থেকে কোনো মোবাইল ফোন চালু করতে গিয়ে অবৈধ বা আনঅফিসিয়াল চিহ্নিত হলে তা বন্ধের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা আর হচ্ছে না। এ বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার। এখন থেকে মোবাইল ফোন সেট চালু করলে স্বয়ংক্রিভাবে তার নিবন্ধন হবে, তবে ফোনটি অবৈধ হলেও (আনঅফিসিয়াল ফোন) বন্ধ হবে না বা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে না।

Comments

Popular posts from this blog

How to do Velocity Edit on CapCut

Asus ROG Phone 6D Ultimate price in Bangladesh 2022 & Specifications

Tip Tip Barsa Paani Trending Capcut Template Download link TikTok