Recent Posts

Xiaomi বাজারে আনল ফ্ল্যাগশিপ Redmi K40 সিরিজের নতুন তিনটি স্মার্টফোন

 ২০২১ এর জাতীয় ফোন😁 চলে আসছে।

Redmi k40


- 😍😍 প্রাইস সহ অপডেট দেওয়া হবে - আমাদের সাথেই থাকবেন। 

রিসেন্টলি Xiaomi বাজারে আনল ফ্ল্যাগশিপ Redmi K40 Series। এই সিরিজের মোট তিনটি স্মার্টফোন রিলিজ করেছে Xiaomi - Redmi K40, Redmi K40 Pro এবং Redmi K40 Pro Plus। Qualcomm Snapdragon 870 ও 888 প্রসেসর, 120Hz ডিসপ্লে রিফ্রেশ রেট, AMOLED ডিসপ্লে, WiFi 6 সাপোর্ট, ডুয়াল স্পিকার্স, ফাস্ট চার্জিং প্রযুক্তি-সহ একাধিক আকর্ষণীয় ফিচার্স রয়েছে এই ফ্ল্যাগশিপ সিরিজের তিনটি হ্যান্ডসেটেই।


Redmi K40 স্পেসিফিকেশনস -


Redmi K40 স্মার্টফোনে একটি 6.67 ইঞ্চির AMOLED Full HD+ HDR10+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 120 Hz এবং টাচ স্যাম্পলিং রেট 360Hz। দুর্ধর্ষ এই ফোনে Qualcomm-এর Snapdragon 870 প্রসেসর রয়েছে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের ফোনটির প্রাইমারি ক্যামেরা 48 MP-র। এছাড়াও সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আর একটি 5MP সেন্সর। সেলফির জন্য এই ফোনের সামনে একটি 20MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। Android 11 বেসড MIUI 12.5 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে এই হ্যান্ডসেট। Redmi K40 স্মার্টফোনে 4,520mAh ব্যাটারি রয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।


Redmi K40 Pro স্পেসিফিকেশনস -


Redmi K40 Pro হ্যান্ডসেটেও একটি 6.67 ইঞ্চির AMOLED Full HD+ HDR10+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 120 Hz এবং টাচ স্যাম্পলিং রেট 360Hz। Android 11 বেসড MIUI 12.5 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এই মডেল। পারফরম্যান্সের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 888 প্রসেসর দেওয়া হয়েছে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে 64MP প্রাইমারি সেন্সর রয়েছে। এছাড়াও সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আর একটি 5MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সিকিওরিটির জন্য Redmi K40 Pro হ্যান্ডসেটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। 


বি:দ্র: প্রতিটি মডেলের বক্সের সাথে চার্জার থাকবে।

 #dhaka #k40 #redmi #Redmi9Power #xiaomi #dhakagram

Comments

Popular posts from this blog

How to do Velocity Edit on CapCut

Asus ROG Phone 6D Ultimate price in Bangladesh 2022 & Specifications

Tip Tip Barsa Paani Trending Capcut Template Download link TikTok