Recent Posts

শাওমি পোকো এফ২ প্রো (Poco F2 Pro) লঞ্চের তথ্য ফাঁস, আসছে ১২ মে

মূলত পোকোফোন এফ১ এর ফলোআপটি একটি বহুল কাঙ্খিত ফোন এবং কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকটি তথ্য এনিয়ে ফাঁস হয়েছিল।  এই সিরিজের নতুন ফোন মুক্তির অপেক্ষায় রয়েছেন যারা তারা জেনে খুশি হবেন। যেপরবর্তী সপ্তাহের প্রথমদিকেই শাওমির কাছ থেকে Poco F2 Pro (পোকোফোন এফ২ প্রো) ফোনের ঘোষণা আসতে পারে।
একটি নামীদামি লিকস্টার ওয়েবসাইটের মতে, পোকো এফ২ প্রো লঞ্চটি ১২মে স্থানীয় সময় বিকাল ২টায় স্পেনের মাদ্রিদে  অনুষ্ঠিত হবে। অবশ্যই এটি অফিসিয়ালি নয় এবং তথ্যটি সঠিক কিনা তা নিশ্চিত করে বলতে পারি না। তবে পোকো এফ২ প্রো প্রচার প্রচার দুটি দিন আগেই শুরু হয়েছে, এটি  ভাল খবর বলে মনে হয়।
আমাদের সাথে থাকুন, কারণ শাওমি পকো সম্ভবত তারিখটি খুব শীঘ্রই তারা অফিসিয়ালি ঘোষণা করবে।


আপডেট: এখন আমারা অফিসিয়ালি নিশ্চিত যে লঞ্চটি সত্যই ১২ মে-তে অনুষ্টিত হবে।

Comments

Popular posts from this blog

রিয়েলমি স্মার্টফোনের ওয়ারেন্টি সেবার জন্য সার্ভিস সেন্টার লিস্ট

How to do Velocity Edit on CapCut

বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সাইটসমূহের লিস্ট, দৈনিক ভিজিটর এবং মাসিক ইনকামসহ (১-১০)