Recent Posts

গরিবের প্লাগশিপ ফোন (Samsung Galaxy M31) ৬৪+৩২ মেগাপিক্সেল ক্যামেরা, সুপার এমোলেড ডিসপ্লে ও ৬০০০ এমএএইচ ব্যাটারি

আমাদের ওয়েবসাইটে আগেই স্যামসাং গলাক্সি এম৩১ নিয়ে পোস্ট করা হয়েছে। তো আজ (Samsung Galaxy M31) এর সম্পূর্ণ অফিসিয়াল স্পেসিফিকেশন তুলে ধরবো। যাতে ফোনটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারেন।




গ্যালাক্সি এম৩১ এর মূল আকর্ষণ গুলো হলো ৬৪মেগাপিক্সেল মেইম ক্যামেরা ও ৩২মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা, ৬.৪" সুপার এমোলেড ফুল এইচডি ডিসপ্লে আরও আছে সাথে ৬০০০mAh ব্যাটারি যাতে রয়েছে ১৫ ওয়াটের চার্জিং সুবিধা। যা দিয়ে ফুল চার্জ করতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। একবার চার্জে সারাদিন মোবাইল ব্যবহার করেও ব্যাটারি শেষ করতে পারবেন না।

photo: GSMARENA 

স্যামসাং গ্যালাক্সি এম৩১ (Samsung Galaxy M31)   কি কি আছেঃ

বডি ও বিল্ড: কাচের সামনে, পলিকার্বোনেট পিছনে এবং পাশের ফ্রেম

স্ক্রিন ও ডিসপ্লে: ৬.৪-ইঞ্চি, ১৯.৫:৯ রেটিও, এফএইচডি + (১০৮০ x ২৩৪০ পিক্সেল), সুপার অ্যামোলেড

মেইন ক্যামেরা: প্রাথমিক ৬৪ মেগাপিক্সেল, এফ / 1.8 অ্যাপারচার;  আল্ট্রা ওয়াইড-এঙ্গেল: ৮মেগাপিক্সেল, এফ / 2.2 অ্যাপারচার;  ৫ মেগাপিক্সেলে f2.4 ম্যাক্রো ক্যামেরা;  ৫ মেগাপিক্সেলের বোকেহ/Depths সেন্সর;  এলইডি ফ্ল্যাশ;  2160p @ 30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট

সেল্ফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল, এফ / 2.0 অ্যাপারচার

চিপসেট: এক্সিনোস ৯৬১১: অক্টা-কোর সিপিইউ (৪x২.৩ গিগাহার্টজ কর্টেক্স-এ৭৩ এবং ৪x১.৭ গিগাহার্টজ কর্টেক্স-এ 53), মালি-জি ৭২ এমপি ৩ জিপিইউ

মেমোরী: ৬/৬৪ জিবি বা ৮/১২৮ জিবি ইউএফএস ২.১; ১ টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড লাগানোর জন্য আলাদা (Dedicated) মাইক্রোএসডি কার্ড স্লট

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১০;  স্যামসাং ওয়ান ইউআই ২

ব্যাটারি: ৬০০০ এমএএইচ, ১৫ ওয়াট চার্জিং

কানেক্টিভিটি: ডুয়াল সিম (৪জি), ব্লুটুথ ৫.০, ওয়াই-ফাই এ / বি / জি / এন / এসি, ইউএসবি-সি;  ৩.৫ মি.মি অডিও জ্যাক

 অন্যান্য: পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট রিডার, এফএম রেডিও


Comments

Popular posts from this blog

How to do Velocity Edit on CapCut

Asus ROG Phone 6D Ultimate price in Bangladesh 2022 & Specifications

Tip Tip Barsa Paani Trending Capcut Template Download link TikTok