Robi Bondho SIM Internet MB Offer (April, May, June 2020)
New Updated Robi Bondho SIM Internet MB Offer April, May, June 2020:
অনেকেরই আমাদের একাধিক সিম আছে। এই সব সিমের মধ্যে অনেক সিম আছে যেগুলো আমরা তিন মাসের অধিক সময় ধরে ব্যবহার করিনি। সাধারণত অপারেটররা এসব সিমের জন্য স্পেশাল অফার দিয়ে থাকে। আজকে আপনাদের সামনে স্পেশালি রবি সিম ব্যবহারকারীদের জন্য একটি অফার নিয়ে এসেছি। তিন মাসের বেশি সময় ধরে বন্ধ সিম কে রবি সাধারণত বলে সাইলেন্ট সিম। এই অফারের নাম হচ্ছে রবি সাইলেন্ট সিম অফার বন্ধ সিম অফার বা রবি বন্ধ সিম অফার।
অফার ১ঃ এই বন্ধ সিম অফারে ৩০ দিনের মেয়াদের জন্য ১২০মিনিট সহ ৪জিবি ইন্টারনেট ১১৯টাকা রিচার্জ করলেই। ১২০ মিনিট দেশের যেকোনো নাম্বারে কলের জন্য ব্যবহার করতে পারবেন। দিনে ২৪ ঘন্টাই ব্যবহার করা যাবে ৩০দিন মেয়াদ পর্যন্ত। ৪জিবি ইন্টারনেটের ক্ষেত্রে একই কথা প্রযোজন্য। ২৪ ঘন্টাই যেকোনো ওয়েবসাইট ভিজিট, ইউটিউব, ফেসবুক, নিউজ দেখতে, গেইম খেলতে ব্যবহার করা যাবে ৩০দিন বা ১মাস মেয়াদ পর্যন্ত। এই অফারটা একটু বেশি এক্সপেন্সিভ। তবে চিন্তার কারণ নেই আরু আছে।
অফার ২ঃ ৭ দিনের মেয়াদে মাত্র ৪১ টাকা রিচার্জে ৬জিবি ইন্টারনেট। এই ৬ জিবি ইন্টারনেট দিনের ২৪ ঘন্টাই ব্যবহার করতে পারবেন ৭ দিন মেয়াদ পর্যন্ত। যেকোনো ধরণের ইন্টারনেট ব্যবহারের জন্য জন্য এই অফারের এমবি ব্যবহার করতে পারবেন। ডেটা ব্যালেন্স চেক করার জন্য * 3 # ডায়াল করতে হবে & মিনিট চেক করার জন্য ডায়াল করতে হবে * 222 * 2 #।
আপনি এই বন্ধ সিমের অফারটি পাবেন কি না যাচাই করতে, নিম্নলিখিত উপায়ঃ 8050 নাম্বারে এসএমএস পাঠাতে হবে: A <স্পেস> 018XXXXXXXX লিখে 8050 মেসেজ পাঠান অথবা ডায়াল করতে পারেন * 8050 #।
এছাড়া রবি বন্ধ সিমের গ্রাহকরা এই অফার পাবেন কি না চেক করতে রবি ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবেন বা মাই রবি অ্যাপস অফার অপশনে গিয়ে দেখতে হবে। এছাড়াও * 999 # ডায়াল করে জানা যাবে এর অফার পাবেন কি না।
4 GB Free Robi Internet with 120 anynet minute Bondho Sim offer for 30 days validity @BDT 119 recharge:
4 GB (for any use). 120 minutes for using any local number. Validity 30 Days (24 hrs). For checking Bondho Sim Internet Offer data balance dial *3# & for checking Robi bondho Sim offer minutes dial *222*2#. Robi SIM User can purchase the Bondho Sim Offer (April 2020, May 2020, June 2020) offer as many times as possible.
Bondho Sim Robi Internet 6 GB for 7 Days validity @BDT 41 recharge:
Internet Offer Data 6 GB (for any use). Offer Data Validity 7 days (24 hrs). For checking data balance dial *3# & for checking minutes please *222*2#. Sadly, I have to tell you this you can purchase the offer only once.
The Robi Bondho Sim Free/Recharge Internet Offer (April 2020, May 2020, June 2020) Eligibility:
To check eligibility, customers can send free SMS from any Robi/018 number in the following format: A<space>018XXXXXXXX to 8050 or can dial *8050# , put silent number and follow the instruction.
ROBI Customer can check the offer through
Robi Website or My Robi Apps Retailer can check the offer through *999#
Comments
Post a Comment