Robi Bondho SIM Internet MB Offer (April, May, June 2020)
New Updated Robi Bondho SIM Internet MB Offer April, May, June 2020: অনেকেরই আমাদের একাধিক সিম আছে। এই সব সিমের মধ্যে অনেক সিম আছে যেগুলো আমরা তিন মাসের অধিক সময় ধরে ব্যবহার করিনি। সাধারণত অপারেটররা এসব সিমের জন্য স্পেশাল অফার দিয়ে থাকে। আজকে আপনাদের সামনে স্পেশালি রবি সিম ব্যবহারকারীদের জন্য একটি অফার নিয়ে এসেছি। তিন মাসের বেশি সময় ধরে বন্ধ সিম কে রবি সাধারণত বলে সাইলেন্ট সিম। এই অফারের নাম হচ্ছে রবি সাইলেন্ট সিম অফার বন্ধ সিম অফার বা রবি বন্ধ সিম অফার। অফার ১ঃ এই বন্ধ সিম অফারে ৩০ দিনের মেয়াদের জন্য ১২০মিনিট সহ ৪জিবি ইন্টারনেট ১১৯টাকা রিচার্জ করলেই। ১২০ মিনিট দেশের যেকোনো নাম্বারে কলের জন্য ব্যবহার করতে পারবেন। দিনে ২৪ ঘন্টাই ব্যবহার করা যাবে ৩০দিন মেয়াদ পর্যন্ত। ৪জিবি ইন্টারনেটের ক্ষেত্রে একই কথা প্রযোজন্য। ২৪ ঘন্টাই যেকোনো ওয়েবসাইট ভিজিট, ইউটিউব, ফেসবুক, নিউজ দেখতে, গেইম খেলতে ব্যবহার করা যাবে ৩০দিন বা ১মাস মেয়াদ পর্যন্ত। এই অফারটা একটু বেশি এক্সপেন্সিভ। তবে চিন্তার কারণ নেই আরু আছে। অফার ২ঃ ৭ দিনের মেয়াদে মাত্র ৪১ টাকা রিচার্জে ৬জিবি ইন্টারনেট। এই...