Recent Posts

Huawei P40 Pro আসবে আগামি মার্চ মাসে, কার্ভ ডিসপ্লে ও পাঞ্চহোল সেল্ফি কেমেরা সহ

BD price of Huawei p30

চাইনিজ সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে প্রকাশিত হল Huawei P40 Pro এর ছবি। জনপ্রিয় ও টেক-লিকার হিসাবে পরিচিত "ডিজিটাল চ্যাট" এই ছবি প্রকাশ করেছে। প্রকাশিত হওয়ার পর তার পূর্বের পুস্ট ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হয়েছে।


এই ইন্টারনেট দুনিয়া কোন কিছু প্রকাশিত হলে তা সরিয়ে ফেলা যায় না। তাই প্রকৃত উৎস থেকে এটি মুছে ফেলার পরও বিভিন্ন প্রযুক্তি বিষয় ওয়েবসাইট বা ব্লগে প্রকাশ হয়ে গেছে। এই সর্বপ্রথম প্রকাশিত ছবি থেকে ধারাণা করা যাচ্ছে ফোনটিতে সেল্ফির জন্য থাকবে ডুয়াল পাঞ্চহোল সেল্ফি কেমেরা। ডিসপ্লে স্টাটাস বারটির ব্যাকগ্রাউন্ড কালো দেখাযাচ্ছে। আর ফোনটিতে ব্যবহিত হয়েছে কার্ভ ডিসপ্লে যা ছবিতে পরিষ্কার ভাবে দু সাইডে মোডানো দেখা যাচ্ছে। ডিসপ্লের সাইড নিয়ে পরিষ্কার ধারাণা হলেও এর উপর নিচের দিকে কার্ভ ডিসপ্লে হবে কি না তা নিশ্চিত নয়।


২য় ছবিতে ফোনটির পেছনের কেইজ ও কেমেরা কনসল দেখা যাছে। দুটি ফ্লাশ লাইট যা দু লাইনের কেমেরা কনসলের মধ্যে অবস্থা করছে।  এই সিরিজের ৩টি ফ্লাগশিপ ডিভাইস থাকতে পারে বলে ধারাণা করা হচ্ছে। যা আগামি মার্চ মাসে অফিসিয়ালী ভাবে ঘোষণা আসবে।

উৎসঃ
https://sparrowsnews.com/2020/01/21/huawei-p40-pro-live-photos/
https://www.weibo.com/6682497131/IqxRbkAT3?refer_flag=1001030103_&type=comment#_rnd1579621080826

Comments

Popular posts from this blog

What is Skitto SIM? Skitto SIM price, Internet Offer & Balance Check

How to do SIM replacement & How much cost and required documents to do it? [BL, Airtel,GP, Robi & Teletalk]

রিয়েলমি স্মার্টফোনের ওয়ারেন্টি সেবার জন্য সার্ভিস সেন্টার লিস্ট