Recent Posts

শাওমির মি মিক্স ৪ আসবে আন্ডারস্কিন ডুয়াল কেমেরা নিয়ে

চাইনিজ মোবাইল নির্মাতা শাওমির জনপ্রিয় একটি সিরিজ হল  মি মিক্স (Mi Mix)। এই সিরিজের মাধ্যমেই শাওমি তাদের মোবাইল ফ্যানদের জন্য প্রতিটি মোবাইলের মধ্যে আলাদা নতুনত্ব নিয়ে আসে। এর ধারাবাহিকগতা শাওমি এবার এই সিরিজের মোবাইল গুলোকে আরও উচ্চতায় নিয়ে আসছে। এবার মি মিক্স ৪ (Mi Mix 4)  নিয়ে আসছে ডুয়াল আন্ডার ডিসপ্লে ক্যামেরা (dUDC)। যদিও এই শাওমির এই মডেলটি আরো দুই সপ্তাহ আগের লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে শুধুমাত্র শাওমি মিক্স আলফা লঞ্চ করা হয়েছে। 



যেমনটা পিকচার দেখা যাচ্ছে যে ডুয়েল আন্ডার স্কিন ডিসপ্লে ক্যামেরাটি ডিসপ্লের নিচ থেকে দেখা যাচ্ছে। এর মানে সবসময় ডিসপ্লের নিচে অবস্থান করা কেমেরাটি সর্ব অবস্থায় দেখা যাবে।  তবে অবশ্যই, একথা মনে রাখতে হবে পাঞ্চহোল বা নচ স্কিন ডিসপ্লে ক্যামেরা থেকে এই প্রযুক্তি উন্নত হবে।



অনলাইনে প্রকাশিত হওয়া মিন মিক্স ৪ এর পিকচার লিক হয়েছে। এর সম্পূর্ণ ফিউচার এখনও লিক হয়নি। তবে আশাকরা যায় এতে  Snapdragon 865 প্রসেসরের সাথে ৪জিবি র‍্যাম ও ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা যুক্ত থাকবে।

Comments

Popular posts from this blog

রিয়েলমি স্মার্টফোনের ওয়ারেন্টি সেবার জন্য সার্ভিস সেন্টার লিস্ট

How to do Velocity Edit on CapCut

বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সাইটসমূহের লিস্ট, দৈনিক ভিজিটর এবং মাসিক ইনকামসহ (১-১০)